
নাটোরে পূর্ব বিরোধের জের ধরে স্থানীয় এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নাটোর জেলা শহরের কেন্দ্রীয় জামে মসজিদ চত্ত্বরে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নাটোর সদর থানার ওসি সিকদার মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত রিপন শেখ (৩৫) যুবলীগের কর্মী ছিলেন বলে শহর যুবলীগের সভাপতি ফাহিম হোসেন উজ্জ্বল জানান।
প্রত্যক্ষদর্শী মাহফুজ বলেন, কেন্দ্রীয় জামে মসজিদের সামনে দিয়ে যাওয়ার পথে কয়েকজন দুর্বৃত্ত রিপনকে চাপাতি দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।
পরে পুলিশ তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে ওসি মশিউর জানান।
তিনি বলেন, পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে একটি চাপাতি ও একটি মোটরসাইকেল উদ্ধার এবং জিজ্ঞাসাবাদের জন্য সহ দুইজনকে আটক করা হয়েছে।