
গাইবান্ধায় আজ ২৮ মার্চ রাতব্যাপী ২ টি স্থানে অভিযান চালিয়ে ১৩০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
১ম অভিযানে ২৮ মার্চ রাত্রি অনুমানিক ২ টা ৩০ মিনিটের সময় গাইবান্ধা ডিবি পুলিশের একটি টিম সুন্দরগন্জ থানাধীন ৭নং রামজীবন ইউপির উত্তর বেকাটারী এলাকা হতে আন্তঃজেলা ইয়াবা সরবরাহকারী অবসরপ্রাপ্ত সেনাসদস্য ও এলাকায় র্যাব রুবেল হিসেবে পরিচিত আসামী(১)মোস্তফা কামাল @ রুবেল(৪০) ও কবির হোসেন (২২) কে ৯০০ পিস ইয়াবা সহ গ্রেফতার করে।
উক্ত ১নং আসামী রুবেল ২০১৩ তে সেনাবাহিনী হতে অবসরে এসে মাদক ব্যবসা বেছে নেয়।তার বিরুদ্ধে আরো ০৩ টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে এবং কবিরের বিরুদ্ধে আরো ০১ টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।
একই রাত্রে দ্বিতীয় অভিযানে অনুমানিক ৩ টা ৫০ মিনিটের সময় সুন্দরগঞ্জ থানাধীন বামনডাংগা ইউনিয়নের প্যাটকাপাড়া এলাকা হতে মাদক ব্যবসায়ী জহুরুল হক(৩৬) কে ৪০০(চারশত) পিস ইয়াবাসহ গ্রেফতার করে। আসামী জহুরুলের বিরুদ্ধে আরো ০২ টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।
১ম অভিযানে ইয়াবাসহ গ্রেফতারকৃত আসামী মোস্তফা কামাল@রুবেল (৪০) পলাশবাড়ী উপজেলার পূর্ব নারায়ণপুর গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে। অপর আসামী কবির হোসেন (২২) সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ গ্রামে সহিদুল ইসলামের ছেলে। ২য় অভিযানে ইয়াবাসহ গ্রেফতাকৃত আসামী জহুরুল হক সুন্দরগঞ্জ উপজেলার প্যাটকাপাড়া গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে।
এখবর নিশ্চিত করে একেএম মেহেদী হাসান জানান, ২ টি অভিযানে উদ্ধারকৃত মোট ১৩০০ পিস ইয়াবার মুল্য প্রায় ৫,২০,০০০/= টাকা। উভয় ঘটনায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সুন্দরগন্জ থানায় পৃথক ২টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।