1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০৭:৫১ অপরাহ্ন
৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা সারা দেশে ৫.৫ মাত্রার ভয়াবহ ভূমিকম্প অনুভূত গাইবান্ধায় নবনিযুক্ত জেলা প্রশাসকের সঙ্গে জেলা ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ সাদুল্লাপুরে ৫০ বোতল ফেনসিডিলসহ দুই নারী মাদক কারবারী গ্রেফতার বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার আয়োজনে গাইবান্ধায় মানব পাচার শীর্ষক আলোচনা সভা ত‌ারাগ‌ঞ্জের জয়বাংলা বাজারে গণশৌচাগারে তালা: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ পলাশবাড়ীতে খেলার জগৎ মডেল বাস্তবায়নে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত বোদা উপজেলা সাংস্কৃতিক পরিষদ ক্ষুদে শিল্পীদের মননে সংস্কৃতির আলো ছড়িয়ে দিচ্ছে পলাশবাড়ী উয়ন্নন ফোরামের নবগঠিত ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ভবন সংকটে থমকে গেছে “দুবলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের” পাঠদান কার্যক্রম ।

বিশেষ অভিযানে গাইবান্ধায় ৯ দিনে ৫২ জন জুয়ারু গ্রেফতার : জেলা জুড়ে জুয়া বন্ধে অভিযান অব্যহত রেখেছে ডিবি পুলিশ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৭ মার্চ, ২০১৮
  • ২৬ বার পড়া হয়েছে

চৈত্র মাস উপলক্ষে জেলার সকল থানায় অনুষ্ঠিত হিন্দু সম্প্রদায়ের পূণ্যস্নান উপলক্ষে আয়োজিত মেলাসমূহে গাইবান্ধা জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে জুয়ারুদের বিরুদ্ধে সাড়াশি অভিযান চালানো হয়।

সেই অভিযানের অংশ হিসাবে গত ১৭ মার্চ থেকে ডিবি পুলিশ সাদুল্লাপুর থানার টুনিরচর মেলা হতে জুয়ারু (১) সাইফুল রতন(৪০) পিতা-মুনছুর মিয়া সাং-টুনিরচর (২)খায়রুল ইসলাম (৪২) পিতা মনির উদ্দিন সাং-গোবিন্দপুর(৩) আবু বক্কর(৫৫)পিতা-মৃত আবুল কাশেম সাং-কৃষ্টপুর (৪) রউফ(৩৭) খোকা মিয়া সাং-হিয়ালী সকলের থানা-সাদুল্যাপুর (৫) সাদেকুল(৩৫)পিতা-মৃত গুলমোহন সাং তালুকমন্দুয়ার(৬) সাইদুল ইসলাম(৫৪) পিতা-মৃত আজিজুর রহমান সাং-খামারটেঙ্গরজানি ও (৭)আব্দুল মালেক(৩৫) পিতা-মৃত দেলবর গাছু সাং-বিহারামপুর ও ৮)কাশেম(৩০)সাং কৃষ্টপুর সর্ব থানা-সাদুল্যাপুর ও জেলা-গাইবান্ধাদের গ্রেফতার পূর্বক জুয়া আইনে মামলা দায়ের করে। একই তারিখে সাঘাটা থানা পুলিশ মান্দুরা মেলা হতে পেশাদার জুয়ারু ১)হারুন(৪০) ২)ফারুক(২৮) ৩)শহিদজ্জামান(২৮) ৪)ফিরোজ কবির(৪৮) ৫) মমিনুল(২৯) ৬)এজাদুল(২৬) ৭)রফিকুল(৩০)দের গ্রেফতার পূর্বক মোবাইল কোর্টে ৩০০/- টাকা করে জরিমানা করে।

২৩/৩/১৮ তাং ডিবিপুলিশ সদরের নশরতপুর মেলায় অভিযান চালিয়ে জুয়ারু১)আনোয়ার (২৯) ও ২)হাবিবুল(২৫)দ্বয়কে গ্রেফতার পূর্বক মোবাইল কোর্টের মাধ্যমে অর্থ দন্ড প্রদান করে।

এরপর ২৪/৩/১৮ তাং ডিবিপুলিশ গোবিন্দগঞ্জ থানার রাখালবুরুজ মেলায় অভিযান চালিয়ে জুয়ারু১) সাজু(৩৫) ও ২)জাহিদুল(৪৫)দ্বয় কে গ্রেফতার পূর্বক মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদন্ড প্রদান করে। গত ২৪/৩/১৮ খ্রী রাত্রিতে সদর থানা পুলিশ ছেরীমারা চরে অশ্লীল নৃত্য ও জুয়া খেলার অভিযোগে আসামী ১) শিউলী(২৫) ২)চাঁদনী(২৫) ৩)রোকসানা(২৫) ৪)প্রিয়াংকা(২৫) ৫)মনিরা(২৮) ৬)মতিউর(৩০) ৭)হাবিবুর(৩২) ৮)বায়েজিদ(৩১) ৯)কুদ্দস(৩০)দের গ্রেফতার পৃর্বক মোবাইল কোর্টে ২০০/- করে জরিমানা করে। একই তারিখে সুন্দরগন্জ থানা পুলিশ সোনারায় মেলা হতে জুয়ারু ১)সাহিন(২৫) ২)মাহবুব(৩৫) ৩)ফুলমিয়া (২৮) দের গ্রেফতার জুয়া আইনে মামলা নং২২(৩)১৮ রুজু করা হয়। এবং সুন্দরগন্জ থানা পুলিশ ২৫/৩/১৮ তাং রামজীবন মেলা হতে জুয়ারু ১)বকুল(৩২) ২)শাহআলম(২৫) ৩)শহিদুল(৩৪)দের গ্রেফতার পূর্বক জুয়া আইনে মামলা নং ২৪(৪)১৮ দায়ের করে। একই তারিখে ডিবি পুলিশ পলাশবাড়ী থানার বেতকাপা মেলা হতে জুয়ারু১)কামরুজ্জান(৩৫) ২) মেহেরুল(২৬) ৩) সোহেল(২৮) ৪)রিজু(২৬) ৫)তহিদুল(৩২) এবং একই তারিখে ডিবি পুলিশ সুন্দরগঞ্জ থানার শোভাগন্জ মেলা হতে জুয়ারু১)আজাদ(২৮) ২) জাহান্গীর(২০) ৩)মোঃ আলী(২০)দের গ্রেফতার পূর্বক মোবাইল কোর্টে ২০০/- করে জরিমানা করা হয়।

গত ২৫/৩/১৮ তারিখে সদর থানা কুপতলা দূর্গাপুর মেলা হতে জুয়ারু ১)কবির(৩৫) ২)আনছার(৪৫) ৩) নুরনবী(৪০) ৪)হামিদুল(২৭) ৫)মইনুল(২৭) ৬)মমিন(৩২)দের গ্রেফতার পূর্বক মোবাইল কোর্টে ১ নং আসামীর ১৫ দিন ও বাকী আসামীদের ১ মাস করে জেল প্রদান করে।

২৫/৩/১৮ তাং গোবিন্দগঞ্জ থানা পুলিশ বড়দহ মেলায় অভিযান চালিয়ে জুয়ারু১) মোন্তাজ(২২) ২) সাইফুল(৩০) ৩)ফজলুল(৩৫) ৪) ফরিদুল(২৫) ও৫)নজির(৪৮)দের গ্রেফতার পূর্বক মোবাইল কোর্টের মাধ্যমে অর্থ দন্ড প্রদান করে। ২৫/৩/১৮ তাং সাদুল্লাপুর থানা পুলিশ বিভিন্ন মেলায় অভিযান চালিয়ে জুয়ারু১)আতিকুর(২০) ২)ফেরদৌস(৪০) ও ৩)লান্জ(২৫)দের গ্রেফতার পূর্বক মামলা নং২৮(৩)১৮ দায়ের করে।

উল্লেখ্য,জেলা পুলিশ সুপারের নির্দেশে জেলা জুড়ে ডিবি পুলিশের সেতৃত্বে জুয়া বিরোধী অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানানো হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft