
সারা দেশের ন্যায় গাইবান্ধার পলাশবাড়ীতে বিশ্ব পানি দিবস উপলক্ষে পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি উদযাপন উপলক্ষে আজ ২৭ মার্চ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর হতে একটি র্যালি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্বরে এসে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা সহকারী কমিশনার ভুমি ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু বক্কর প্রধান, জাসদ সভাপতি নুরুজ্জামান প্রধান,উপজেলা প্রকৌশলী তাহাজ্জত হোসেন প্রমুখ।