
ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) অন্তর্ভুক্তির আলোচনা থেকে তুরস্ককে বাদ দেয়া ‘বড় ভুল’ হবে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তায়িপ এরদোগান।
মঙ্গলবার বুলগেরিয়ার ভারনায় ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে তুরস্কের নেতৃবৃন্দের বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।
এরদোগান বলেন, তুরস্ক এবং ইইউ’র মধ্যেকার সম্পর্ক উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে তিনি ইইউ নেতাদের সঙ্গে আলোচনা করেছেন।
তিনি ব্লকটির সম্প্রসারণের ব্যাপারে আলোচনায় অন্তর্ভুক্তির বিষয়ে ইইউ থেকে আরো সমর্থনের আশা করেন।
চরমপন্থাকে বাধাগ্রস্ত করার তুর্কি প্রচেষ্টাকে সমালোচনা না করে তা সমর্থন করা উচিত বলে তিনি মত প্রকাশ করেন।
তিনি বলেন, ‘সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের কার্যক্রম কেবল আমাদের নিজেদের নিরাপত্তার জন্যই নয়, বরং এটি ইউরোপসহ সিরিয়ার নাগরিকদের নিরাপত্তায় অবদান রাখছে।’
এসময় তিনি ইউরোপে তুর্কি নাগরিকদের জন্য ভিসা উদারীকরণ বৃদ্ধির জন্যও আহ্বান জানান।
ইউ’র প্রেসিডেন্ট জেন-ক্লড জাঙ্কার স্বীকার করেন যে, ইইউ’তে তুরস্কের অন্তর্ভুক্তির বিষয়ে আলোচনা বন্ধ করাটা সহজ কিন্তু বিষয়টি বোঝার জন্য আরো প্রচেষ্টা প্রয়োজন।
অন্যদিকে, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক স্বীকার করেন যে বুলগেরিয়ায় অনুষ্ঠিত আজকের শীর্ষ সম্মেলনে তুরস্কের অন্তর্ভুক্তির বিষয়ে কোনো সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি।
তিনি বলেন, ‘কিন্তু আমি এখনো আশা করছি যে ভবিষ্যতে সম্ভব হবে। এই বিষয়ে একমাত্র ‘অগ্রগতিই’ হচ্ছে দেশটির অন্তর্ভুক্তি প্রক্রিয়াকরণসহ ইইউ-তুরস্কের সম্পর্ক উন্নত করার উপায়।’
তিনি আরো বলেন, ‘যদিও আমাদের সম্পর্ক কঠিন সময়ের মধ্য দিয়ে চলছে। তবে, আমাদের আজকের বৈঠকটিতে সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করা হয়েছে।’
সূত্র: ডেইলি সাবাহ