
গাইবান্ধায় পৌরপার্কে পান দোকানি সৌরভের পূর্ব পরিকল্পনায় আজ ২৭ মার্চ মঙ্গলবার সকালে পৌরপাকে খুড়ের আঘাতে পুলিশের ২ এটি এস আই, পুলিশ সদস্যসহ ৩ জন আহত হয় : পান দোকানি সৌরভ কে আটক করেছে পুলিশ।
এ ঘটনায় গুরতর আহতরা হলেন – এস আই আবু সাইদ, এটি এস আই ছানোয়ার, পুলিশ সদস্য আব্দুস সাত্তার।
থানা সূত্রে জানা যায়,গতকাল পৌরপার্কের পান দোকানি সৌরভের সঙ্গে দোকানের হিসাব নিয়ে দ্বন্দ হয় এটি এস আই আবু সাইদের সঙ্গে। সে সময় এটি এস আই আবু সাইদ পান দোকানি সৌরভ কে থাপ্পর মারেন।
এঘটনার সূত্র ধরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আজ পান দোকানি সৌরভ উক্ত পুলিশের এটি এস আই আবু সাইদ সহ অপর পুলিশ সদস্যদের খুড় মেরে আহত করে। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশের হাতে আটক পান দোকানি সৌরভ (২৮) ডিভিট কোম্পানি পাড়ার আব্দুল্লাহ হোসেনের ছেলে।
এখবর নিশ্চিত করেন সদর থানার অপারেশন অফিসার মজিবর রহমান।