
বিনোদন ডেস্ক: মানবদরদি হিসেবে বলিউড ভাইজান সালমান খানের সুনাম রয়েছে। বিশ্বব্যাপী তার দাতব্য সংগঠন ‘বিইং হিউম্যান’ দারুণ পরিচিত। এছাড়া শিল্পী-কলাকুশলী বা ভক্তদের দুঃসময়েও তিনি পাশে এসে দাঁড়ান। এমন বহু উদাহরণ রয়েছে।
সম্প্রতি সালমানের একসময়ের সহ-অভিনেত্রী পূজা দাদওয়াল যক্ষ্মারোগে আক্রান্ত হয়ে অসহায় অবস্থায় রয়েছেন বলে খবর প্রকাশ হয়। আর তাতে সালমানের কোনও সাড়া পাওয়া যাচ্ছিলো না দেখে অনেকে বিষয়টা নিয়ে সমালোচনাও করেন। কিন্তু সালমান ঠিকই এগিয়ে এলেন। সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন নিজের ‘বীরগতি’ ছবির সহ-অভিনেত্রীর দিকে।
পূজা বেশ কিছু দিন ধরে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। জানা গেছে, তার স্বামী, আত্মীয়, বন্ধু-বান্ধব তেমন কেউই তার পাশে নেই। অভিনয় ক্যারিয়ারে যেটুকু সম্বল জোগাড় করেছিলেন, তা নিমিষেই ফুরিয়ে গেছে। অবস্থা খারাপ হতে থাকে। এরপর মুম্বাই ছেড়েই চলে যান পূজা। ক্যাসিনো ম্যানেজার হিসেবে কিছু দিন কাজ করে দিন গুজরান করছিলেন। এরই মধ্যে তার শরীরে ধরা পড়লো ক্ষয়রোগ। আসতে হলো মুম্বাই। কিন্তু এখন আর চিকিৎসার টাকা নেই পূজার হাতে।
এক সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে পূজা জানিয়েছিলেন,সালমানের সঙ্গে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছিলেন তিনি। কারণ তার বিশ্বাস ছিল, সালমানের কানে এ খবর গেলে তিনি নিশ্চয়ই সাহায্য করবেন। কিন্তু সুপারস্টারের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। হাসপাতালের টাকা দিতে পারেননি। ওষুধ খাওয়ার পয়সা পর্যন্ত নেই। তবুও আশায় ছিলেন, হয়ত সালমানের কাছে এই খবর পৌঁছবে।
হ্যাঁ, ঠিক তাই হয়েছে। এমন করুণ পরিস্থিতিতে পূজার জন্য সবরকম সাহায্য করার কথা জানিয়েছেন সালমান খান। তিনি বলেন, পূজার কথা শুনেছি। ওর এমন অবস্থার কথা জানতাম না। আমরা যথাসম্ভব সাহায্যের চেষ্টা করছি। আমাদের টিম ইতিমধ্যেই বিষয়টায় নজর রাখতে শুরু করেছে। আশা করি দ্রুত সুস্থ হয়ে উঠবে।
তবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালমান এ কথাও স্পষ্ট করে দিয়েছেন যে, ‘বীরগতি’ ছবিতে পূজা অভিনয় করলেও তার বিপরীতে ছিলেন না। ছবিতে অতুল অগ্নিহোত্রীর নায়িকা ছিলেন পূজা।