
জাতীয়তাবাদি দল-বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দেয়া রায়ের প্রতিবাদে গাইবান্ধা জেলা ছাত্রদল আজ ২৫ মার্চ রবিবার দুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির কার্যালয়ের সামন থেকে বিক্ষোভ মিছিল বের হলে পুলিশ তাতে বাধা দেয়। পরে জেলা কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া আলম জিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, শহর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহীদ, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাজিউল আলম রনি, মাহমুদার রহমান রতন, শরিফুল ইসলাম সুজন, শহিদুজ্জামান শাহিন, ইমাম হাসান আলাল, মিজানুর রহমান, জীবন মিয়া, হামজা আলী, আপেল মাহমুদ, শাকিল মিয়া, মুন ইসলাম, রাজু আহমেদ, মিল্লাত হোসেন মিলন মিয়া, মামুন রহমান, ছোটন, মমিরুল ইসলাম, কামরুল হাসানসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ।
সমাবেশে বক্তারা, অবিলম্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে প্রহসনের রায় প্রত্যাহার ও আগামী একাদশ সংসদ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সকল দলের অংশ গ্রহণমূলক নির্বাচন এদেশের জনগণ দেখতে চায় বলে বক্তারা দাবি করেন।