
২৫ মার্চ গণহত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় উৎযাপন উপলক্ষে আজ ২৫ মার্চ রবিবার গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল মুক্তিযোদ্ধা শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা। জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।
জেলা প্রশাসক গৌতম চন্দ্র পালের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আবদুল মান্নান মিয়া, গাইবান্ধা পৌরসভার মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সিভিল সার্জন ডা. আব্দুস শাকুর, জেলা জাসদ সভাপতি শাহ শরিফুল ইসলাম বাবলুসহ আরও অনেকে।
আলোচন সভায় প্রধান অতিথির বক্তব্যে হুইপ বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পূর্ব পরিকল্পিত অপারেশন সার্চ লাইটের মাধ্যমে আন্দোলনরত বাঙ্গালীদের কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেয়ার উদ্দেশ্যে সারাদেশে ইতিহাসের সবচেয়ে বর্বোরচিত ও নিকৃষ্টতম গণহত্যা চালায়। এই সার্চ লাইটে অভিযান পরিচালনাকারি পাকিস্তানি হানাদার বাহিনীর বিচার দাবি করেন তিনি।
এর আগে হুইপ, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, সদর উপজেলা পরিষদ, পৌরসভা, আওয়ামী লীগ, ছাত্রলীগ, সিভিল সার্জনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়।