
গাইবান্ধায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী রেজ্জাকুল ইসলাম (৩০) ইয়াবাসহ হাতে নাতে আটক করেছে ডিবি পুলিশ।
গতকাল ২৩ মার্চ রাত অনুমানিক ১১ টা ৩৫ মিনিটের সময় গাইবান্ধা ডিবি পুলিশের ১ম অভিযানে সদর থানাধীন ত্রিমোহনী ফরাজিপাড়া জামে মসজিদ এর পার্শ্বে হতে ইয়াবা ব্যবসায়ী রেজ্জাকুল ইসলাম (৩০) কে ১২০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে।
আটককৃত ইয়াবা ব্যবসায়ী রেজ্জাকুল ইসলাম (৩০) সদর থানাধীন দক্ষিণ হরিণসিংহা গ্রামের হাসেন আলীর ছেলে। সে দীর্ঘদিন হতে অত্র এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদক দ্রব্য বিক্রয় সাথে জড়িত।
এ খবর নিশ্চিত করে ডিবি ওসি মেহেদী হাসান গণমাধ্যমে জানান, উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক ৫০, ০০০ /-হাজার টাকা। আটককৃত এ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।