
গাইবান্ধার পলাশবাড়ী থানাধীন পার আমলাগাছী হতে ইয়াবাসহ ইয়াবাকারবারী শাপলা বেগম (২৮) কে হাতে নাতে আটক করেছে ডিবি পুলিশ।
গাইবান্ধা ডিবি পুলিশের একটি টিম আজ ২৪ মার্চ ভোর অনুমানিক ৫ টা ১০ মিনিটের সময় ২ য় অভিযানে পলাশবাড়ী থানাধীন পার আমলাগাছি গ্রামের রাসেল সরকারের বসত বাড়ীর ভিতর হতে ইয়াবা ব্যবসায়ী শাপলা বেগম(২৮) কে ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে।
আটককৃত ইয়াবা কারবারী শাপলা বেগম পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের পার আমলাগাছী গ্রামের মৃত আঃ হালিম মাষ্টারের ছেলে রাসেল সরকারের স্ত্রী। রাসেল সরকার এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।
এখবর নিশ্চিত করে ডিবি ওসি মেহেদী হাসান গণমাধ্যমে জানান, উদ্ধারকৃত ইয়াবার মোট মূল্য ৫৮,০০০/ হাজার টাকা। তিনি আরও জানান,আটককৃত শাপলার স্বামী রাসেল সরকার একজন পেশাদার মাদক ব্যবসায়ী। আটককৃত শাপলা বেগমের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে ।