
গাইবান্ধায় ইয়াবা সহ মাদক ব্যবসায়ী ও সেবনকারী নিরব হোসেন (২০) কে হাতে নাতে আটক করেছে ডিবি পুলিশ।
আজ ১৭ মার্চ শনিবার সন্ধ্যার আগমহুর্তে অনুমানিক ৫ টা ২৫ মিনিটের সময় গাইবান্ধা ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ২য় অভিযান চালিয়ে সদর থানাধীন বল্লমঝাড় ইউপি এলাকার জোদ্দকড়িশিং মৌজাস্থ রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী ও সেবনকারী নিরব হোসেন (২০) কে ইয়াবা বিক্রয় করা কালীন সময় ৬৭(সাতষট্টি) পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করে।
আটককৃত মাদক ব্যবসায়ী নিরব হোসেন (২০) সদর উপজেলার জোদ্দকড়িশিং গ্রামের হায়দার আলীর ছেলে।
এখবর নিশ্চিত করে ডিবি ওসি মেহেদী হাসান গণমাধ্যমে জানান, আটককৃত মাদক ব্যবসায়ী নিরব হোসনের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।