
গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার সামনে থেকে শ্যামলী পরিবহন নামে গাড়ী তল্লাশি চালিয়ে দিনাজপুর জেলার নবাবগঞ্জথানার চিহ্নিত মাদক ব্যবসায়ী শফিক (৩৮)কে ১৫০ পিস ফেন্সিডিল সহ আটক করেছে থানা পুলিশ।
আজ রাতে ১৭ মার্চ শনিবার রাত্রী অনুমান ২ টা ৪৫ মিনিটের সময় গাইবান্ধা সহকারী পুলিশ সুপার সি-সার্কেল রেজিনুর রহমান কৌশলি দিক দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে ও অফিসার ইনচার্জ মুজিবুর রহমান পিপিএম নির্দেশে ঢাকাগামী শ্যামলী পরিবহনের গাড়ী তল্লাশী কালে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানাধীন কুন্দনদেহ গ্রাম থানা নবাবগঞ্জ ১৫০বোতল সহ আটক করে থানা পুলিশ।
আটককৃত মাদক ব্যবসায়ী নবাবগঞ্জ কুন্দনগ্রামে গ্রামের পিতা মৃত জাকির মন্ডলের ছেলে।
এখবর নিশ্চিত থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমান পিপিএম সাংবাদিকদের জানান উক্ত আটককৃত ফেনন্সিডিল সহ আটকের ঘটনায় আসামির বিরুদ্ধে গোবিন্দগঞ্জথানায় মাদকনদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।