গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় দাতা সংস্থা ইউনিসেফ এর সহযোগিতায় বেসরকারি সংস্থা গণউন্নয়ন কেন্দ্র পুষ্টিকর রান্না প্রদর্শণী ও প্রতিযোগিতার আয়োজন করে।
উদখালী ইউনিয়ন পরিষদ চত্ত্বরে বুধবার আলোচনা সভায় গণ উন্নয়ন কেন্দ্রের পরিচালক আঞ্জুম নাহীদ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ, ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইয়াক্বু আলী মন্ডল, আধুনিক সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. আবুল আজাদ মন্ডল, জেলা স্বাস্থ্য শিক্ষা অফিসার আব্দুল হান্নান, ইউনিসেফ প্রতিনিধি কামরুজ্জামান।
স্থানীয় জনপ্রতিনিধি ছাড়াও উদাখালী ও উড়িয়া ইউনিয়নের প্রায় ২ হাজার মা ও শিশু অংশগ্রহণ করে। পুষ্টিকর রান্না প্রতিযোগিতায় অংশগ্রহণকারী মা’দের পুরস্কার প্রদান করা হয়। পরে সচেতনতামূলক জারিগানের আয়োজন করা হয়।