
বহুলালোচিত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীতে ঝটিকা মিছিল করেছে বিএনপি।
শনিবার (১৭ মার্চ) ভোর সোয়া ৬টার দিকে ক’জন নেতাকর্মীকে নিয়ে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঝটিকা মিছিল করেছেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
ঝটিকা মিছিল অংশ নেন- বিএনপির সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ, নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা রফিক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা), এমজি রাসেল, আবুল কালামসহ প্রমুখ।