
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপ-নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হলেও ভোটারদের উপস্থিতি তখন ছিল খুবই কম। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। এদিকে বেশকিছু ভোট কেন্দ্রে গিয়ে দেখা গেছে সুষ্ঠুভাবেই ভোট গ্রহণ চলছে। আইন শৃংখলা বাহিনী ভোট কেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করার পাশাপাশি র্যাবের টহলদারি রয়েছে।
সকাল ৯টায় বেলকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে গিয়ে দেখা গেছে, ৩ হাজার ৯৯০ জন ভোটারের মধ্যে তখন পর্যন্ত ১৬৩ জন ভোট দিয়েছে। সকাল ১০টায় দক্ষিণ ধোপাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ২ হাজার ৮০৪ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছে ২৭৪ জন। সোয়া ১০টায় বেলকা মজিদপাড়া শরিফুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ হাজার ৬৭৫ জন ভোটারের মধ্যে ২৯৭ জন ভোট দিয়েছে। সকাল সাড়ে ১০টায় ধোপাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ৩ হাজার ৯৭৭ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছে ৪০৫ জন। ১০টা ৪৫ মিনিটে বজরা হলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ৩ হাজার ৮২৫ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছে ৭০৯ জন।
১১টায় বাজারপাড়া উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ২ হাজার ৭১৮ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছে ৪০৭ জন। ১১টা ১৫ মিনিটে সুবর্ণদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ২ হাজার ৫৫ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছে ২২৭ জন। এসব ভোট কেন্দ্রে পুরুষের চেয়ে মহিলা ভোটারের সংখ্যাই বেশি উপস্থিতি লক্ষ্য করা গেছে। সর্বশেষ বেলা ১২টায় গোপাল চরণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ১ হাজার ৫০০ ভোটারের মধ্যে ভোট দিয়েছে ৩০৫ জন। এই কেন্দ্রে বিশৃংখলা সৃষ্টিকালে ৩ জনকে আটক করা হয়েছে।
সহকারি রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহন চলছে। ভোট গ্রহন শুরুর সময় ভোটারদের উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। তিনি জানান, বেলা ১১টা পর্যন্ত গড় ভোট কাস্ট হয়েছে ১৫%। এই উপ-নির্বাচনে ১০৯টি ভোট কেন্দ্রে উপজেলার ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়নের ৩ লাখ ৩৮ হাজার ৫৫৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এতে দায়িত্বে রয়েছেন প্রিজাইডিং অফিসার ১০৯ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ৬৪৭জন ও পোলিং অফিসার ১ হাজার ২৯৪ জন। আইনশৃঙ্খলার দায়িত্বে রয়েছেন পুলিশ, বিজিবি, র্যাব, আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৪ হাজার কর্মকর্তা ও সদস্য।
উপ-নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আফরুজা বারী (নৌকা), জাতীয় পার্টি (জাপা) সমর্থিত প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী (লাঙ্গল), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) জিয়া জামান খান (আম) ও গণফ্রন্টের শরিফুল ইসলাম (মাছ) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উলে্লখ্য, ২০১৭ সালের ১৯ ডিসেম্বর সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদ সড়ক দুর্ঘটনায় মারা গেলে এ আসনটি শূন্য হয়। গত ৪ ফেব্র“য়ারি নির্বাচন কমিশন উপ-নির্বাচনের তফশীল ঘোষণা করেন।