
গাইবান্ধার পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদকে তাঁর কার্যালয়ে রোববার গাইবান্ধা প্রেস ক্লাব সম্মাননা ২০১৮ হস্তান্তর করা হয়। প্রেস ক্লাবের পক্ষে সভাপতি কেএম রেজাউল হক, সাধারণ সম্পাদক আবু জাফর সাবু তা প্রদান করেন। এসময় তাদের সাথে ছিলেন প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ আব্দুল মান্নান চৌধুরী ও সদস্য শেখ হুমায়ুন হক্কানী।
উল্লেখ্য, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএমকে সম্প্রতি কিশোরগঞ্জ জেলায় এসপি হিসেবে বদলী করা হয়েছে। তিনি গাইবান্ধা থেকে ১৫ মার্চ বিদায় নিবেন বলে জানা গেছে। ২০১৭ সালের ২৭ ফেব্রুয়ারি তিনি গাইবান্ধায় এসপি হিসেবে যোগদান করেছিলেন। যোগদানের পর থেকেই তিনি জেলার আইন শৃংখলা পরিস্থিতির উন্নয়ন, জেলা পুলিশের কর্মদক্ষতা বৃদ্ধিসহ পুলিশের কার্যক্রমকে জনবান্ধব পুলিশিংয়ে পরিণত করতে সক্ষম হয়েছেন। তাঁর কর্মকালের এই স্বল্পতম সময়ে তিনি সর্বস্তরের মানুষের অত্যন্ত প্রিয়পাত্র হয়ে ওঠেন জেলা জুড়ে । হঠাৎ করে তার এই বদলী সংগত কারণেই জেলার মানুষকে কিছুটা হলেও বেদনার্ত করেছে।
গাইবান্ধা প্রেস ক্লাবের সাংবাদিকসহ জেলায় কর্মরত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের কাছেও তিনি মিডিয়া বান্ধব হিসেবে পরিচিতি লাভ করেছিলেন।