
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় ট্রাক্টর ও ট্রলির সংঘর্ষে মহিলা সহ ৩ জন গুরুতর আহত হয়। অাহতদেরকে উদ্ধার করে সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা।
আজ ১১ মার্চ রোববার সকাল সাড়ে ১১টার দিকে সাদুল্যাপুর-তুলশীঘাট সড়কের ইউসুফ উদ্দিন প্রামানিক মেমোরিয়াল একাডেমি সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় বনগ্রাম ইউনিয়নের বৈরাগীর বাজারের উজ্জ্বলের ইটভাটা থেকে একটি ট্রলি ইট বহন করে জামালপুরের শ্রীকলা গ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় উল্লেখিত স্থানে পৌছিলে পিছন থেকে আসা একটি ট্রাক্টর ধাক্কায় দেয়। এতে ট্রলিটি ছিটকে রাস্তার নিচে পড়ে যায়। ঘটনাস্থলে মহিলা সহ তিন জন আহত হয়।
এ ঘটনায় আহতরা হলেন, ট্রলি চালক ইয়াছিন আলী (৩০) ইট মালিক মোকছেদ আলী (৪০) ও ইউসুফ উদ্দিন প্রামানিক মেমোরিয়াল একাডেমীর আয়া রানী সরকার (৪৫)।
ওই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক ও বাংলাদেশ আওয়ামীলীগ সাদুল্যাপুর উপজেলা শাখার সহ সভাপতি সামসুজ্জোহা প্রামানিক রাঙ্গা এ তথ্য নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, এ দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক্টরটি আটক করেছেন।
সাদুল্যাপুর থানার এএসআই মোজাম্মেল হক দুর্ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের জানান, ওই ট্রাক্টরটি আটক করা হয়েছে। ড্রাইভার পালিয়ে যাওয়ার কারনে তাকে আটক করা সম্ভব হয়নি।