
জনপ্রিয় লেখক শিক্ষাবীদ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মো. জাফর ইকবালের উপর দুর্বৃত্তদের বর্বরোচিত হামলা প্রতিবাদে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় শত শত শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ মানববন্ধন করেছে।
আজ শনিবার বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) কর্তৃক আয়োজিত উপজেলা সড়কে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির গাইবান্ধা জেলার সাধারণ সম্পাদক কাজী আবু রাহেন শফিউল্লা, কোষাধ্যক্ষ আতিকুর রহমান, বাকশিস সুন্দরগঞ্জ শাখার সভাপতি উপাধ্যক্ষ নাসরিন সুলতানা, সিপিবির উপজেলা সভাপতি নুরে আলম মানিক, আব্দুস সামাদ মাস্টার, ছাত্র বিদ্যুৎ মহন্ত প্রমুখ।
বক্তারা বলেন, বিভিন্ন অপরাধে দুস্কৃতিকারীদের বিচারে দীর্ঘ সুত্রিতা ও ধর্মান্ধতার কারণে বিভিন্ন অপরাধ সংঘঠিত হয়েই চলছে। তারা ড. জাফর ইকবালের উপর হামলাকারীদের অবিলম্বে আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।