
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে রামদেব ভাটারপাড় বিশ্বরোডে ট্রাকচাপায় এক ব্যক্তি ঘটনাস্থলে নিহত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তাপার হতে গিয়ে বামনডাঙ্গা ইউনিয়নের রামদেব ভাটারপাড় বিশ্বরোডের উপরে আজ আনুমানিক সকাল ১০ টার সময় রংপুর গামী ট্রাকের চাপায় ঘটনাস্থলে নিহত হয় মোফাজ্জল হোসেন (৩৫)। এসময় ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।
ট্রাক চাপায় নিহত মোঃ তোফাজল হোসেন উপজেলার সাতগিরি গ্রামের মো: আ: সামাদের পুত্র।
নিহতের মরদেহ উদ্ধারের থানা পুলিশের কার্যক্রম অব্যহত আছে।