
৮ মার্চ আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে ইউএনডিপি’র সহযোগিতায় বেসরকারী উন্নয়ন সংস্থা অবলম্বনের উদ্যোগের আদিবাসী নারীদের এক বর্ণাঢ্য র্যালী এবং আলোচনা সভা গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী প্রভাতী স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন আদিবাসী নেত্রী রোজি কিসকু, প্রভাতি মেরি বাস্কে, আদিবাসী নেতা রিংকু হাসদা, অবলম্বনের প্রজেক্ট ম্যানেজার মোখলেছুর রহমান প্রমুখ। আলোচনা সভা পূর্বে একটি বর্ণাঢ্য র্যালি কাটাবাড়ী ইউনিয়ন পরিষদ এলাকা পরিদর্শন করে।
আলোচনায় বক্তরা বলেন যে, আদিবাসী নারীরা নারী হিসেবে এবং আদিবাসী হওয়ার জন্য তারা উভয় ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়। আদিবাসী নারীদের উন্নয়নের জন্য সরকারের বিশেষ উদ্যোগ নেয়ার দাবী করেন।