1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৫:২০ অপরাহ্ন
২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে নবীনবরণ, বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান পলাশবাড়ীর কিশোরগাড়ী ইউনিয়নে “ভুয়া দরপত্রের মাধ্যমে গাছ বিক্রি” শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ গাইবান্ধার পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা বদলী : নতুন পুলিশ সুপার সারওয়ার আলম ফুলছড়িতে পুলিশের বিশেষ অভিযানে দুইজন আটক পোশাকের রং বদলায়, কিন্তু বদলায় কি পুলিশের আচরণ? গাইবান্ধায় এনসিপির মনোনয়ন ফরম তুলেছেন যারা পলাশবাড়ী পৌর জামায়াতের নির্বাচনী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পলাশবাড়ী উপজেলা জাতীয়তাবাদী তারেক জিয়ার প্রজন্ম দলের আহবায়ক কমিটি অনুমোদন রাজশাহীতে বিচারকপুত্র হত্যার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন গাইবান্ধায় বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে জাসাসের মতবিনিময় সভা

নওয়াজের ভাগ্য নির্ধারণ আজ

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০১৭
  • ৩৪ বার পড়া হয়েছে

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাগ্য নির্ধারণ আজ। দেশটির সুপ্রিম কোর্টে পানামা পেপারসের কেলেঙ্কারিতে নওয়াজ শরিফ ও তার পরিবারের সদস্যদের দুর্নীতির অভিযোগের ওপর রুল জারি হবে আজ বৃহস্পতিবার। এক্ষেত্রে অভিযোগ প্রমাণিত হলে প্রধানমন্ত্রীকে ক্ষমতা থেকে সরে যেতে হতে পারে।
২০১২ সালে ইউসুফ রাজা গিলানিকে আদালত অবমাননা মামলায় প্রধানমন্ত্রীর পদে অযোগ্য ঘোষণা করেছিলেন দেশটির সুপ্রিম কোর্ট। পাকিস্তানের বিরোধীদলগুলো আশা করছে, নওয়াজ শরিফের বেলায়ও তাই হবে। পারিবারিক দুর্নীতির কারণে আদালত তাকে প্রধানমন্ত্রীর পদে অযোগ্য ঘোষণা করবেন।
গত বছরের নভেম্বরের শুরুতে নওয়াজের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেয় দেশটির সুপ্রিম কোর্ট। পানামা পেপারস কেলেঙ্কারির জের ধরে নওয়াজের পদত্যাগের দাবিতে দেশটির সাবেক ক্রিকেট তারকা ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের তীব্র আন্দোলনের মুখে এই নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি আনোয়ার জহির জামালি।সুপ্রিম কোর্টের সম্ভাব্য রায় নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছে নওয়াজেরদল পিএলএম-এন। নওয়াজকে খালাস অথবা পুনরায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ, প্রধানমন্ত্রীর পদে অযোগ্য- যেকোনো ধরনের রায় দিতে পারেন আদালত। এখন সেই দিকেই তাকিয়ে গোটা পাকিস্তান।

ক্ষমতাসীন ও বিরোধী দল উভয়ে আশাবাদী রায় তাদের পক্ষে যাবে। নওয়াজের দলের প্রভাবশালী নেতা তালাল চৌধুরী বলেন, রায় আমাদের বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ নেই। সরকার ও আমাদের পুরো নেতৃত্ব নিয়মানুযায়ী দায়িত্ব পালন করে যাচ্ছে।

তবে আদালতের রায় প্রতিকূলে গেলে পরিবর্তিত পরিস্থিতিতে কী করা যেতে পারে, নওয়াজের দল তা নিয়ে মাথা ঘামাচ্ছে। রায়ে যদি প্রধানমন্ত্রী প্রভাবিত অর্থাৎ পদচ্যুত হন, তাহলে আগাম নির্বাচন দিতে পারে পিএমএল-এন সরকার। প্রধানমন্ত্রীর পদ হারালে সম্ভাব্য কী করতে পারে তার দল, তার ইঙ্গিত পাওয়া গেছে। দলে দুই ধরনের মত পাওয়া যাচ্ছে। প্রথমত প্রধানমন্ত্রীর পদ হারালে আগাম নির্বাচন দেওয়া। দলের একাংশের নেতারা মনে করেন, আগাম নির্বাচন না দিলে এ ইস্যু কাজে লাগিয়ে পরিস্থিতি ঘোলা করে ফায়দা নেওয়ার চেষ্টা করতে পারেন ইমরান খান।

দ্বিতীয়ত, প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হলেও আগাম নির্বাচন দেওয়ার কোনো কারণ নেই। ২০১৮ সালে নির্ধারিত সময়েই নির্বাচনের পক্ষে দলের একাংশের নেতারা। তাদের মতে, নওয়াজ ক্ষমতার বাইরে থাকলে তাতে দল আরো চাঙ্গা হবে।

উল্লেখ্য, ২০১৬ সালের ৩ এপ্রিল বিশ্বের দুনিয়ার প্রভাবশালী রাষ্ট্র ও সরকারপ্রধান এবং রাঘববোয়ালদের আর্থিক কেলেঙ্কারির তথ্য ফাঁস করে সাড়া ফেলে আলোচিত ‘পানামা পেপারস’। তবে মোস্যাক ফনসেকার পক্ষ থেকে দাবি করেছে, তারা হ্যাকিংয়ের স্বীকার হয়েছে। মোস্যাক ফনসেকার ফাঁস হওয়া গোপন নথিতে অর্থ পাচারে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছেলে ও মেয়ের নামও উঠে আসায় নিজ দেশে চাপের মুখে পড়েন নওয়াজ শরীফ।

আদালতের এ উদ্যোগে পাকিস্তানি জনগণের ব্যাপক সমর্থন রয়েছে। জঙ্গিদের দৌরাত্ম্যে ভরা দেশটিতে যেখানে নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়ন ঘটছে, সেখানে আদালতের এমন সিদ্ধান্তে নওয়াজ শরিফ ও ক্ষমতাসীন দল সংকটের মুখে পড়বে। আগামী বছরই দেশটিতে নির্বাচন হওয়ার কথা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft