
গাইবান্ধার সাদুল্যাপুরে ইদুলপুর ইউনিয়নের লক্ষিপুর গ্রামে সাদার বাড়ীর মোড়ে আজ ৮ মার্চ সকালে জনৈক ইটভাটা মালিক শাহিনের ট্রাক্টরের চাপায় তৃতীয় শ্রেনীর ছাত্র শাওন চন্দ্র রবিদাস (৯) ঘটনাস্থলে নিহত হয়েছে। এঘটনায় ট্রাক্টরের চালক পালিয়ে গেছে হেলাপার কে আটক করেছে পুলিশ। ঘাতক ট্রাক্টরটি ভাংচুর করে আগুন দিয়েছে স্থানীয় উত্তেজিত জনতা।
নিহত শিশু শাওন চন্দ্র রবিদাস (৯) হরিনাথপুর গ্রামের লালমন রবিদাসের ছেলে। সে লক্ষিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র তৃতীয় শ্রেনীর ছাত্র তাহার রোল নং ৬ । সে আজ সকালে প্রাইভেট পড়ে বাড়ী ফেরার পথে ঘাতক ট্রাক্টরের চাপায় পরে নিহত হয়।
লক্ষিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা জানান,নিহত শাওন অত্র বিদ্যালয়ের মেধাবী ছাত্র তার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
অত্র ইউপি চেয়ারম্যান জানান,শিশুটির পরিবার দরিদ্র বিধায় বিষয়টি আপোষ মিমাংসার চেষ্টা চলছে।
এখবর নিশ্চিত করে ধাপেরহাট তদন্ত কেন্দ্র ইনচার্জ আব্দুর রশিদ জানান,ঘাতক ট্রাক্টরের হেলাপার আশরাফুল (২২) কে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহনে পুলিশের কার্যক্রম অব্যহত আছে। পুলিশের হাতে আটক হেলপার আশরাফুল (২২) কুঞ্জমহিপুর গ্রামের সামাদের ছেলে।