
ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যের অমূল্য দলিল ৭ মার্চের ভাষণ উপলক্ষে সাঘাটায় উপজেলা আওয়ামী লীগের র্র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেন, রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণই বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ঘোষণা। বঙ্গবন্ধুর জন্ম না হলে এদেশ স্বাধীন হতো না। জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা নয়, ছিলেন পাকিস্তানের গুপ্তচর। যদি তিনি প্রকৃত মুক্তিযোদ্ধা হতেন তবে অবৈধভাবে ক্ষমতা গ্রহণের পর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ কখনই বাতিল করতেন না।
ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যের অমূল্য দলিল ৭ মার্চের ভাষণ উপলক্ষে আজ ৭ মার্চ বুধবার গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সমুহের উদ্যোগে আনন্দ র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন। উলে¬খ্য, ৭ই মার্চের ভাষণ উপলক্ষে বোনারপাড়ায় দলীয় নেতাকর্মী ছাড়াও দলমত নির্বিশেষে বিপুল সংখ্যক জনতার স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে ডেপুটি স্পিকারের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি ওই এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
সাঘাটা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল, সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ সরকার বাবুসহ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শামছুল আলম, উপজেলা যুবলীগ সভাপতি হারুন অর রশিদ হিরু, সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আসাদুর রহমান, জাতীয় শ্রমিক লীগের আহবায়ক দেলোয়ার হোসেন প্রমুখ।
ডেপুটি স্পিকার আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব দ্রুত সময়ে দেশকে উন্নত শিখরে নিয়ে গেছেন বলেই দেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। তাই আগামী ২২ মার্চ বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে ঘোষণা করা হবে। তিনি উলে¬খ করেন, আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা একজন সৎ সরকার প্রধান হিসেবে বিশ্বে তৃতীয় স্থানে অবস্থান করছেন। কারণ তিনি ক্ষমতার শীর্ষে থেকে সততার সাথে দেশ পরিচালনা করছেন।
আলোচনা সভার শুরুতেই সাঘাটা উপজেলার বিভিন্ন দলের ১ হাজার নারী-পুরুষ নেতাকর্মী ডেপুটি স্পিকারের আহবানে সাড়া দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন। তাদের সকলকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া। এসময় ওই উপজেলার মৎস্যজীবিদের পক্ষ থেকে ডেপুটি স্পিকারকে একটি ফুল দিয়ে বানানো একটি নৌকা উপহার দেয়া হয়।