
দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে প্রবর্তিত বাংলাদেশ যুব গেমসের। ইতোমধ্যে জেলা, বিভাগীয় পর্যায় সফলভাবে সম্পন্ন হয়েছে যুব গেমস। অপেক্ষা এখন ২০ কোটি টাকা বাজেটনির্ভর দেশের সর্ববৃহৎ বাংলাদেশ যুব গেমসের চূড়ান্ত পর্বের। মেধাবী ক্রীড়াবিদ খুঁজে বের করতে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) আয়োজনে এই আসরে অংশগ্রহনকারী ক্রীড়াবিদদের চূড়ান্ত পর্বে অবতীর্ন হওয়ার আগে দিতে হয়েছে বয়স নির্ধারনী পরীক্ষা।
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ)’র মেডিকেল টিম সকল ক্রীড়াবিদদের বয়স নির্ধারন করেছেন ইতোমধ্যে। ৮টি বিভাগ থেকে বাছাইকৃত তরুন ক্রীড়াবিদরা রাজধানীতে আসা শুরু করেছে গত মঙ্গলবার থেকে। ২১টি ডিসিপ্লিনে ২৬৬০ ক্রীড়াবিদের অংশগ্রহনে আগামী ১০ মার্চ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ যুব গেমসের উদ্বোধন ঘোষনা করবেন।
তার তিন দিন আগেই বুধবার (৭ মার্চ) বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ফুটবল ম্যাচ দিয়ে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ যুব গেমসের চূড়ান্ত পর্ব। জেলা ও বিভাগীয় পর্যায় পেরিয়ে চূড়ান্ত পর্বে ছেলেদের বিভাগে ৮টি বিভাগ এবং মেয়েদের বিভাগে ৭টি দল অংশ নিচ্ছে। প্রস্তুত হয়েছে প্রথম পর্বের ভেন্যুটি। দেশসেরা এসব দলগুলো যুব গেমসের প্রথম আসরে অংশ নিতে এখন রাজধানী ঢাকায় অবস্থান করছে। গ্রুপ পর্ব নকআউট ভিত্তিতে অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্ব থেকে বিজয়ী দল সেমিফাইনালে অবতীর্ন হবে।
আগামী ১৫ মার্চ বঙ্গবন্ধু স্টেডিয়ামে স্বর্নপদকের লড়াই করবে সেমিফাইনালে বিজয়ীরা। বালক ‘এ’ গ্রুপে ঢাকা, ময়মনসিংহ, রংপুর ও বরিশাল এবং ‘বি’ গ্রুপে রাজশাহী, সিলেট, খুলনা ও চট্টগ্রাম প্রতিদ্বন্দ্বিতা করবে। অপরদিকে বালিকা ‘এ’ গ্রুপে ঢাকা, রংপুর, ময়মনসিংহ ও বরিশাল এবং ‘বি’ গ্রুপে চট্টগ্রাম, সিলেট ও খুলনা মোকাবেলা করবে। বুধবার (৭ মার্চ) উদ্বোধনী ম্যাচে বালক বিভাগে দুপুর সাড়ে ১২টায় ঢাকা ও বরিশাল এবং বিকেল ৩টায় ময়মনসিংহ ও রংপুর মোকাবেলা করবে।