
পলাশবাড়ী উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া মরা নদী উপর নির্মিত সাকোয়া ব্রীজের দক্ষিণ পাশ্বে ১০০ গজ দুর হতে ছোট ছোট খাল গুলোতে বডিং করে অবৈধ প্রক্রিয়ায় রাতে আধারে নির্বিচারে বালু উত্তোলন করছে সাকোয়া গ্রামের মোজাহারের নেতৃত্বে বালু উত্তোলনে কাজ করছে চকচকা গ্রামের আকবর আলীর ছেলে হাবিবুল, মোস্তফাপুর গ্রামের খালেকের ছেলে জয়নুল,সাহাপাড়া গ্রামের আলমের ছেলে সোহেল। এরা প্রতিদিন বিকাল হতে বডিংকৃত স্থানের কাজ গুলো সম্পন্ন করে রাতের বেলা স্যালোমেশিন দিয়ে বালু উত্তোলন করে এ এলাকার বিভিন্ন ইটভাটা গুলোতে দিনের বেলায় বিক্রি করছে এ চক্রটি।
দীর্ঘ হতে রাতে আধারে বালু উত্তোলন করা হলেও নজরে পড়ছে না সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন জরুরী হয়ে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।