
গাইবান্ধা পৌরসভা এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও ওয়ারেন্ট ভুক্ত আসামী সাদ্দাম কে আজ ৪ মার্চ রবিবার রাত অনুমানিক ৮ টা ৩৫ মিনিটের সময় গাইবান্ধা ডিবি পুলিশের একটি টিম মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গাইবান্ধা পৌরসভাধীন পি কে বিশ্বাস রোডস্থ গাইবান্ধা ডায়াবেটিক সমিতির সামনে হতে ইয়াবা ট্যাবলেটের ডিলার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী সাদ্দাম(৩২) কে ১১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি বিদেশি চাকু সহ আটক করে।
আটককৃত চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী সাদ্দাম সদর উপজেলার পূর্ব সবুজপাড়া গ্রামের সহিদ মিয়ার ছেলে।
এখবর নিশ্চিত করে ডিবি ওসি মেহেদী হাসান জানান, উক্ত আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালতে আরো ৬ টি মামলা বিচারাধীন রয়েছে। উল্লেখ্য যে, আসামী সাদ্দাম কয়েকদিন আগেই ৭০০ পিস ইয়াবার মামলায় জামিন পেয়ে পুনরায় মাদক ব্যবসা শুরু করে। আজ আবারো বিপুল পরিমান ইয়াবা ও চাকু সহ ডিবি পুলিশের হাতে আটক হয়।
তিনি আরো জানান, আটককৃত মাদক ব্যবসায়ী সাদ্দামের বিরুদ্ধে আবারো মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে সদর থানায় মামলার দায়ের হয়েছে।