1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ১২:০৯ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার নবাগত জেলা প্রশাসকের সাথে গণমাধ্যমকর্মীদের পরিচিতি সভা গাইবান্ধায় নবাগত জেলা প্রশাসকের সাথে জেলা জামায়াতে ইসলামীর সৌজন্য সাক্ষাত ফারিয়ার কেন্দ্রীয় সভাপতিকে হত্যার হুমকির প্রতিবাদে পলাশবাড়ীতে মানববন্ধন গাইবান্ধা জেলা তথ্য অফিসের উদ্যোগে কমিউনিটি সভা পলাশবাড়ীতে কাকতালীয় ইঞ্জিন বিস্ফোরণ ঘটে প্রাইভেট কার ভস্মীভূত সৌভাগ্যক্রমে কোনো অঘটন ঘটেনি পলাশবাড়ীতে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালনের প্রস্তুতিমূলক এবং আইনশৃঙ্খলা কমিটির মাসিক বিশেষ সভা অনুষ্ঠিত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেডের দাবীতে গাইবান্ধায় মানববন্ধন হাসপাতালের বেড থেকেই লাইভে সংবাদ: পেশার প্রতি দায়িত্ববোধে আলোচনায় সাংবাদিক রবিউল ইসলাম স্বচ্ছতা, সেবা ও সততার প্রতীক হতে চাই – এটিএম আজহারুল ইসলাম রংপুরে আট দিনব্যাপী বইমেলা শুরু

মডেলের শিশুকে স্তন্যদানের ছবি নিয়ে ভারতে বিতর্ক

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২ মার্চ, ২০১৮
  • ৪০ বার পড়া হয়েছে

ভারতে একটি সাময়িকী একজন মডেলের একটি শিশুকে বুকের দুধ খাওয়ানোর ছবি তাদের প্রচ্ছদে প্রকাশ করার পর সামাজিক মাধ্যমে এর পক্ষে-বিপক্ষে তুমুল বিতর্ক শুরু হয়েছে।

কেরালা রাজ্য থেকে প্রকাশিত ‘গৃহলক্ষ্মী’ নামের এই সাময়িকীটির প্রচ্ছদে দেখা যাচ্ছে গিলু জোসেফ নামের একজন মডেল একটি বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর সময় সোজা ক্যামেরার দিকে তাকিয়ে আছেন।

ছবির ওপরে লেখা, ‘কেরালার উদ্দেশ্যে মায়েরা বলছেন, তাকিয়ে থাকবেন না, আমরা স্তন্যপান করাতে চাই।’

মনে করা হচ্ছে এই প্রথম একটি ভারতীয় ম্যাগাজিনের প্রচ্ছদের একজন নারীর শিশুকে স্তন্যপান করানোর ছবি ছাপা হলো।

তবে এ নিয়ে বিতর্ক তৈরি হবার একটি কারণ হলো, মডেল গিলু জোসেফ নিজে এখনো সন্তানের মা নন। এ জন্য প্রচ্ছদটি অস্বস্তি এবং বিতর্কের জন্ম দিয়েছে।

গৃহলক্ষ্মীর সম্পাদক মনসি জোসেফ বলছেন, মায়েরা যেন জনসমক্ষে বাচ্চাদের বুকের দুধ খাওয়াতে পারে সে ব্যাপারেই তারা জনসচেতনতা তৈরি করতে চেয়েছিলেন।

“এক মাস আগে ফেসবুকে একজন লোক তার স্ত্রীর স্তন্যপান করানোর ছবি দিয়ে এ ব্যাপারে আলোচনার সূচনা ঘটান। কিন্তু ফল হয় এই যে, সেই লোকটি এবং তার স্ত্রী দুজনকেই সাইবার হয়রানির শিকার হতে হয় – নারী এবং পুরুষ উভয়ের দিক থেকেই এ আক্রমণ আসে” – বিবিসিকে বলেন মনসি জোসেফ।

এ জন্যই আমরা আমাদের সর্বশেষ সংখ্যা করেছি ব্রেস্টফিডিং ইস্যুকে কেন্দ্র করে – বলেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ম্যাগাজিন এবং মডেলের প্রতি সংহতি প্রকাশ করেন।

শ্রেয়া নামে একজন বলেন, কারো কাছে এটা অরুচিকর, কারো কাছে এটা বিনেপয়সার প্রদর্শনী। আর বাচ্চার কাছে এটা খুবই সহজ সরল এবং দরকারি একটা জিনিস। এটা একটা স্বাভাবিক ব্যাপার। পত্রিকাটি ভালো কাজ করেছে।

সঞ্জয় মুখার্জি নামে আরেকজন লেখেন, এটা খুবই সাহসী কাজ। এটা হয়তো মায়েদের উৎসাহিত করবে যা শিশুর কল্যাণ এবং বৃদ্ধির জন্য স্বাভাবিকভাবে করা দরকার – তা করতে।

কিন্তু অনেকে এ জন্য মডেল ব্যবহার করার সমালোচনা করেন।

ব্লগার অঞ্জনা নায়ার লেখেন, ‘যখন পত্রিকাটি একজন আসল মায়ের বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর ছবি পত্রিকার ভেতরে ছেপেছে, এবং প্রচ্ছদে ছেপেছে মডেলের খোলা বুকে বাচ্চাকে ধরে রাখার ছবি – তখনই এটা সস্তা সেনসেশনালিজম এবং শোষণের পথে চলে যাচ্ছে।’

তবে মডেল গিলু জোসেফ বলেন, “আমি জানতাম এর সমালোচনা হবে, কিন্তু মায়েরা যাতে গর্বের সঙ্গে স্তন্যপান করাতে পারেন সে জন্য আমি হাসিমুখেই এটা মেনে নেবার সিদ্ধান্ত নিয়েছি।” সূত্র: বিবিসি বাংলা

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft