
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) এবারের আসরে বারবাডোজ ট্রাইডেন্টসে খেলবেন সাকিব আল হাসান। অন্যদিকে মাহমুদউল্লাহ রিয়াদ খেলবেন সেন্ট কিটসে। বৃহস্পতিবার লন্ডনে অনুষ্ঠিত সিপিএলের নিলামে সাকিবকে বারবাডোজ ট্রাইডেন্টস ও মাহমুদউল্লাহকে কিনে নেয় সেন্ট কিটস অ্যান্ড নেভিস।সর্বশেষ দুই মৌসুম জ্যামাইকা তালাওয়াসের হয়ে খেলেছিলেন সাকিব। এবার বারবাডোজের হয়ে খেলা মানে সাকিবের জন্য পুরোনো দলে ফেরা। বারবাডোজের হয়েই ২০১৩ সালে আসরটিতে প্রথম খেলেছিলেন সাকিব। এবারের নিলামে দ্বিতীয় ধাপে সাকিবকে ১ লাখ ৩০ হাজার ডলারে কিনেছে বারবাডোজ।
এদিকে মাহমুদউল্লাহ রিয়াদকে সেন্ট কিটস কিনেছে ৭০ হাজার ডলারে। নিলামের পঞ্চম ধাপে মাহমুদউল্লাহকে কিনেছে তারা। গত আসরেই সিপিএলে অভিষেক হয়েছিল মাহমুদউল্লাহর। সাকিবের বদলি হিসেবে জ্যামাইকাতে খেলেছিলেন তিনি।
সাকিব ও মাহমুদউল্লাহ ছাড়াও গেল আসরে সুযোগ পেয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে অবশ্য কোন ম্যাচ খেলা হয়নি তার। এবার সাকিব-মাহমুদউল্লাহ ছাড়া দল পায়নি আর কোন বাংলাদেশি খেলোয়াড়।