গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ফারাজীপাড়া গ্রামে আজ বুধবার দুপুরে বজ্রপাতে রাহেনা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রাহেনা বেগম ওই গ্রামের সামিউল ইসলামের স্ত্রী। এলাকাবাসি সুত্রে জানা গেছে, বুধবার দুপুরে কাল বৈশাখী ঝড়ের সময় তিস্তা নদীর চরে ভুট্টার ক্ষেত থেকে কাজ শেষে বাড়ি ফেরার সময় রাহেনা বেগম বজ্রপাতে মারা যান। সুন্দরগঞ্জ থানার ওসি মো. আতিয়ার রহমান বজ্রপাতে রাহেনা বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।