
বিনোদন ডেস্ক: ঢালিউড সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা বুবলী অভিনীত নতুন ছবি ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’। গত ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশ্যে আসে ছবিটির ফার্স্ট লুক পোস্টার। তাতে ছিলো শাকিব-বুবলীর রহস্যময় উপস্থিতি।
কমেডি নির্ভর ছবি হলেও এর প্রথম পোস্টার অনেকটা রহস্যে ঘেরা ছিলো। অবশেষে রহস্যের কিনারা করেছেন শাকিব-বুবলী। মুখোশ খুলে দেখা দিয়েছেন দ্বিতীয় পোস্টারে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) প্রকাশ হয়েছে ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ ছবির দ্বিতীয় পোস্টার।
এই পোস্টারে শাকিব ও বুবলী দুজনকেই বেশ রোম্যান্টিক মুডে দেখা যাচ্ছে। চোখে লাল সানগ্লাস, গায়ে কালো ফুলহাতা টি-শার্ট আর গলায় ওড়না জড়ানো শাকিব, আর লাল জামা পরিহিত বুবলী রয়েছেন শাকিবকে জড়িয়ে। দুজনের এই প্রেমময় পোস্টার এরই মধ্যে দারুণ আলোচিত।
‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ ছবিটি পরিচালনা করছেন উত্তম আকাশ। শাপলা মিডিয়ার প্রযোজনায় ছবিটির শুটিং সিংহভাগ সম্পন্ন হয়েছে। দেশ-বিদেশের বিভিন্ন মনোরম লোকেশনে ছবিটি চিত্রায়িত হয়েছে হালের জনপ্রিয় জুটি শাকিব-বুবলীর এই নতুন রসায়ন। আগামী ২৩ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।