
গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর বিজ্ঞান বিভাগের মেধাবি ছাত্র ও গাইবান্ধা শহরের ব্রীজ রোডের দেব দুলাল সরকারের ছেলে স্পন্দন সরকার অংকন ২০০১ সাল হতে থ্যালাসিমিয়া রোগে আক্রান্ত হয়।
বর্তমানে তার অস্থিমর্জা অপারেশনের মাধ্যমে প্রতিস্থাপন অত্যাবশ্যক। বিদেশে এই অপারেশনের জন্য প্রায় ৭০ লক্ষ টাকার প্রয়োজন। পৃথিবীতে অংকনের বেঁচে থাকার জন্য সকলের আর্থিক সহযোগিতা বিশেষভাবে প্রয়োজন ।
সকলের সার্বিক সহযোগীতা ও দেশের মানুষ এক টাকা করে সহযোগীতা করলে অনায়াসে তার চিকিৎসা সম্ভব। এতে করে তার প্রান বাচবে আগের মতো সকলের সাথে পড়তে ও খেলতে পারবে অংকন।
আসুন অংকনের প্রান বাচাতে এগিয়ে আসি সাহায্যের হাত বাড়িয়ে দেই।
সাহায্য পাঠানোর ঠিকানা- দেব দুলাল সরকার, সঞ্চয়ী হিসাব নং- ৩৪০৫১০১৫, সোনালী ব্যাংক, ডিবি রোড শাখা, গাইবান্ধা এবং বিকাশ নম্বর : ০১৭১৯৮২৬২০০।