
জাতীয় সংসদের আসন্ন উপ-নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের নিয়ে জনতার মুখোমুখি অনুষ্ঠান ভন্ডুল করে দিয়েছে সমর্থকরা। জানা গেছে, গতকাল সোমবার রাতে শোভাগঞ্জ নাগরিক সমাজ কর্তৃক আয়োজিত শোভাগঞ্জ মাধ্যমিক ভোকেশনাল স্কুল এন্ড বিএম কলেজ মাঠে সুপারিনটেনডেন্ট মোজাম্মেল হকের সভাপতিত্বে জাতীয় সংসদের উপ-নির্বাচনে অংশ গ্রহণকারী ৪ প্রার্থীদের নিয়ে জনতার মুখোমুখি অনুষ্ঠানের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান চলাকালে ৪ জন প্রার্থীর উপস্থিতি থাকলেও নৌকা মার্কার প্রার্থী আফরুজা বারী ও লাঙ্গল মার্কার প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী নিজেদের দলীয় কর্মকান্ড নিয়ে কথা চলতে থাকলে এক পর্যায়ে স্ব স্ব দলীয় সমর্থকদের মাঝে হই-চৈ শুরু হয়। পরে দু-দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়াসহ পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল চলতে থাকলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ নিয়ে অনুষ্ঠানের সভাপতি মোজাম্মেল হকের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।