
গাইবান্ধার গোবিন্দগঞ্জে কুমিল্লা প্রশিকা বনায়নের লাগানো গাছ রাতের আধারে কেটে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, কুমিল্লা প্রশিকা বনায়ন প্রকল্পের ফিল্ড ইনর্চাজ ও সভাপতি আব্দুল করিম জানান, সংস্থাটি ফাঁসিতলা-কামদিয়া সড়কের দু’পার্শ্বে র্দীঘ দিন পূর্বে রোপন কৃত রেন্ট্রি সহ নানা প্রজাতির গাছ লাগানো হয়েছিল। বর্তমানে সরকারী নীতিমালা অনুযায়ী গাছ গুলি কর্তনের প্রক্রিয়াধীন রয়েছে।
গাছ গুলি কর্তনের বিষয় জানতে পেরে এলাকার কিছু সংখ্যক গাছ খেখেঁ চক্রের সদস্য তাদের ব্যক্তি স্বার্থ লাভের জন্য রাতের আধাঁরে চুরি করে গাছ কাটে নিয়ে যায়। এমনি ভাবে কৌচাকৃঞ্চপুর থেকে দিঘীর হাট পযর্ন্ত সড়কের গাছ গুলি এলাকার চিহৃত কতিপয় গাছ খেঁকো চক্রের সদস্যরা দির্ঘদিন যাবৎ জোরপূর্বক দিবা রাত্রি কেটে নিয়ে যাওয়ার সময় সংস্থার লোকজনের হাতে গাছ আটক হয়। আটক চোরদের নিকট থেকে পাওয়া গাছ গুলি স্থানীয় থানায় জমা রাখা হয়। এ ব্যপারে গাছ খেকেঁ চোরের সদস্য সহ চক্রের সহযোগিদের চিহিৃত করে সংশ্লিষ্টি দপ্তর গুলিতে অভিযোগ করেও প্রতিকার না পেয়ে হতাশ সংস্থার উপকারভুগিরা।
বিভিন্ন সময় উদ্ধার করা আনুমানিক লক্ষাধিক টাকা মূল্যে গাছ বৈরাগীর হাট পুলিশ কেন্দ্র সহ গোবিন্দগঞ্জ ডাক-বাংলায় সংরক্ষিত রয়েছে। এই সব গাছ খেকেঁ চোরদের প্রতিহত করতে না পারলে সরকার ও সংস্থাটিসহ উপকার ভূগিরা ক্ষতিগ্রস্থ্য হবে বলে জানান।