
স্পোর্টস ডেস্ক: এবার আঞ্চলিক পর্যায় থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ক্রিকেটের বাছাইপর্ব। আগামী ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ৫টি অঞ্চলে দুই বছরব্যাপী শুরু হবে এই বাছাইপর্ব।
এতে মোট অংশ নিচ্ছে ৬১টি দেশ। আর এই টুর্নামেন্টের শুরুর দিকেই আঞ্চলিক পর্বে খেলবে ফুটবলের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে আইসিসি পাঁচটি অঞ্চলে ভাগ করেছে। যেগুলো হলঃ আফ্রিকা (৩টি গ্রুপ), আমেরিকা (২টি গ্রুপ), এশিয়া (২টি গ্রুপ) ও পূর্ব এশিয়া প্যাসিফিক (২টি গ্রুপ) ও ইউরোপ (৩ টি গ্রুপ)।
এখান থেকে ২৫টি দল আবার খেলবে ৫টি অঞ্চলভিত্তিক ফাইনাল। এই ফাইনাল থেকেই সেরা ৭টি দল আবার টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে খেলার যোগ্যতা অর্জন করবে। এই বাছাই থেকে ৬টি দল আবার খেলবে চূড়ান্ত পর্বে।
এতে আমেরিকা অঞ্চলের ‘বি’ গ্রুপে খেলছে আর্জেন্টিনা। আর্জেন্টিনায় এই অঞ্চলের প্রতিযোগীরা হলো আর্জেন্টিনা, বারমুডা ও কেম্যান আইল্যান্ডস।