
এ বছর রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্ব উতরে মূল আসরে জায়গা করে নিতে পারেনি শক্তিশালী ইতালি। সুইডেনের বিপক্ষে গোলশূন্য সেই ম্যাচের পর কান্না ভরা চোখে মাঠ ছেড়েছিলেন তারকা গোলরক্ষক জিয়ানলুইজি বুফন।
এমনকি আন্তর্জাতিক ফুটবলে অবসরের ঘোষণাও দেন তিনি।
তবে বিশ্বকাপের আগেই জাতীয় দলের জার্সি গায়ে ফের মাঠ মাতাতে চান বুফন। তিনি নিশ্চিত করেন, সুযোগ পেলে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলবেন।
আসছে মার্চে ম্যানচেস্টার ও ওয়েম্বলিতে যথাক্রমে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মোকাবেলা করবে চারবারের বিশ্বকাপ জয়ী আজ্জুরিরা।
এক সাক্ষাতকারে বুফন বলেন, এই সময় জাতীয় দলের দায়িত্ব নেওয়ার ব্যাপারে অনুভব করছি। দুটি গুরুত্বপূর্ণ প্রীতি ম্যাচ রয়েছে। আমি ভেবেছিলাম পরিবারের সঙ্গে ছুটি কাটাতে যাব, তবে জাতীয় দল যদি আমাকে চায়, তাহলে আমি প্রস্তুত।
বুফন ইতালির হয়ে ১৯৯৭ সাল থেকে ২০০৭ পর্যন্ত ১৭৫টি ম্যাচ খেলেছেন। তিনি জাতীয় দলের হয়ে ২০০৬ বিশ্বকাপও জেতেন।
রাশিয়া বিশ্বকাপ থেকে ইতালির বিদায়
ঢাকা: চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি ৬০ বছরের মধ্যে এই প্রথম ফুটবল বিশ্বকাপের বাছাইপর্ব থেকে বাদ পড়ে গেল। সোমবার রাতে প্লে অফের ম্যাচে সুইডেনের বিপক্ষে খেলায় গোলশূন্য ড্র করার পর আসন্ন ২০১৮ বিশ্বকাপ থেকে ছিটকে পড়লো তারা।
আর সুইডেন প্রথম লেগের খেলায় এক শূন্য গোলের ব্যবধানে জয় পাওয়ায় রাশিয়া বিশ্বকাপে খেলা নিশ্চিত হল তাদের। ১৯৫৮ সালের পর এই প্রথম বিশ্বকাপে খেলতে পারছে না ইতালি। খবর বিবিসির।
এই পরাজয়ের পর অনেকেই ইতালি দলের কোচের সমালোচনা করবে তাকে বরখাস্ত করার কথা বলছেন। আর ধারাভাষ্যকার সান্দ্র পিচ্চিনিনি বলেছেন, পরপর দুটো ম্যাচে কোনো গোল করতে না পারা ইতালির জন্য ক্ষমার অযোগ্য।
নব্বই মিনিট সময়কালের খেলার বেশির ভাগ সময় বলের নিয়ন্ত্রণ ইতালির কাছে থাকলেও গোলের দেখা পায়নি তারা। অন্যদিকে ততটা আক্রমণাত্মক খেলা দেখাতে না পারলেও, গোল খাওয়া ঠেকাতে পেরেছেন প্রথম লেগে ১-০ ব্যবধানে জয়ী সুইডেনের ফুটবলাররা।
২০০৬ সালে জার্মানিতে চ্যাম্পিয়ন হওয়ার পর ইতালি গত দুই বিশ্বকাপে গ্রুপ পর্ব পেরুতে ব্যর্থ হয়।
মেসির হ্যাট্রিকে রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনা
এর আগে বিশ্বকাপের বাছাইপর্বের খেলায় ইকুয়েডরকে হারিয়ে রাশিয়া বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বে নিজের প্রথম হ্যাট্রিক করলেন লিওনেল মেসি।
আর আর্জেন্টিনা ৩-১গোলের ব্যবধানে হারালো ইকুয়েডরকে।
এর আগে গত জুন মাসে লিওনেল মেসি ঘোষণা দিয়েছিলেন, আর্জেন্টিনার হয়ে আর খেলবেন না- যার ফলে ব্যাপক প্রতিক্রীয়া তৈরি হয়েছিল ভক্তদের মাঝে।
ব্রাজিল এর আগেই চিলিকে ৩-০ গোলে হারিয়ে ২০১৮ বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে।
উরুগুয়ে, কলম্বিয়া এবং পানামা বিশ্বকাপের বাছাইপর্বে টিকেছে। ছিটকে পড়েছে চিলি এবং আমেরিকা।
এছাড়া রাশিয়া বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে পর্তুগাল ও ফ্রান্স। তবে ছিটকে পড়েছে নেদারল্যান্ডস।
ইউরো চ্যাম্পিয়ন পর্তুগালের কাছে ‘বি’ গ্রুপের খেলায় মঙ্গলবার রাতে ২-০ ব্যবধানে হেরেছে সুইসরা।
‘এ’ গ্রুপে ২-১ গোলে বেলারুশকে হারায় ১৯৯৮ বিশ্বকাপের চ্যাম্পিয়ন ফ্রান্স।
এদিকে ডাচদের বিদায় একরকম নিশ্চিতই ছিল। প্লেঅফে জায়গা করে নেয়ার জন্য তাদের দরকার ছিল সুইডেনের বিপক্ষে খেলায় সাত গোলের জয়। সেখানে তারা জয়ী হয় ২-০ গোলের ব্যবধানে।
বিশ্বকাপ বাছাইপর্বের অন্যান্য খেলায় মঙ্গলবার ‘এইচ’ গ্রুপ থেকে বিশ্বকাপে ওঠা বেলজিয়াম ৪-০ গোলে সাইপ্রাসকে হারিয়েছে। আর জিব্রাল্টারকে একই ব্যবধানে অর্থাৎ ৪-০ গোলে হারিয়েছে গ্রীস।
ইউরোপ থেকে বাছাইপর্বের নয় গ্রুপের সেরা নয় দল সরাসরি বিশ্বকাপে খেলবে। বাকি সেরা আট রানার্স-আপ খেলবে প্লে-অফ। তার মধ্যে থেকে চার দল পাবে রাশিয়া বিশ্বকাপে খেলার সুযোগ।