
বিনোদন ডেস্ক: ইসলামী দাওয়াতে ব্যস্ত থাকা অনন্ত জলিলের দেখা পাওয়া গেল দীর্ঘদিন পর। রাজধানীর মিরপুরে এক শো রুম উদ্বোধনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। তার সাথে উপস্থিত ছিলেন চলচ্চিত্র প্রযোজক মোহাম্মদ হোসেন।
এসময় অনন্ত জলিল বলেন, চলতি বছর আর কোন সিনেমা করবেন না ।
আপাতত ব্যবসা আর পরিবার নিয়েই তার সকল ব্যস্ততা। তবে ২০১৯ সালে ‘দ্য স্পাই- অগ্রযাত্রার মহানায়ক’ সিনেমার কাজ শুরু করবেন বলেও জানান অনন্ত জলিল।শো রুম উদ্বোধনের সময় অনন্ত জলিলের সাথে তার স্ত্রী ও চিত্রনায়িকা বর্ষাও উপস্থিত ছিলেন।