
সিরিয়ায় বিমান হামলায় গত দুই দিনে ২৫০ জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এর মধ্যে মঙ্গলবার দেশটির পূর্বাঞ্চলীয় ঘোটা প্রাঙ্গণে নিহতের সংখ্যা একশ জনেরও বেশি। যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণকারী একটি সংস্থা এমন তথ্য দিয়েছে।
সিরিয়ার মানবাধিকারবিষয়ক সংস্থা ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ বলছে, ২০১৩ সালে একটি ছিটমহলে রাসায়নিক হামলার পর গত দুই দিনে এত বেশি বেসামরিক নাগরিক নিহতের ঘটনা এটি।
জাতিসংঘ বলছে, গত দুই দিনে ঘোটা এলাকার ৬টি হাসপাতালে আক্রমণ করা হয়েছে এবং অনেককে হত্যা করা হয়েছে।
জাতিসংঘের সিরিয়া সঙ্কটের জন্য আঞ্চলিক মানবিক সমন্বয়কারী প্যানোস মৌমেজিস বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে পূর্ব ঘোটা অঞ্চলের ছয় হাসপাতালে ভয়াবহ হামলার ঘটনায় আমি আতঙ্কিত।
২০১৩ সাল থেকে দামেস্কের উপকূল অঞ্চলে চিকিৎসা প্রদান করছেন খালিদ আব্দুল আবেদ। তিনি বর্তমান পরিস্থিতিকে ‘বিপর্যয়কর’ বলে উল্লেখ করেছেন। আল জাজিরাকে তিনি বলেন, অবস্থা বর্ণনার বাইরে। এটা আমাকে আলেপ্পোর কথা মনে করিয়ে দিচ্ছে। যেখানে আমরা দিন-রাত সবসময় আঘাত হানতে দেখেছি।
তিনি আরো বলেন, এখানে স্কুল, আবাসিক এলাকা, মার্কেট কিছুই হামলা থেকে রেহাই পাচ্ছে না। এর ফলে নিহদের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে।
সূত্র: আল জাজিরা