
প্রথমবার জুটিবদ্ধ হওয়া শ্রদ্ধা কাপুর ও টাইগার শ্রফ অভিনীত বলিউড বক্স অফিস হিট সিনেমা ‘বাঘি’। ২০১৬ সালে অন্যতম সুপারহিট সিনেমা ছিল এটি। এমন সাফল্যের পর টাইগার শ্রফ ও শ্রদ্ধা কাপুরকে নিয়ে ছবিটির সিক্যুয়াল নির্মাণের কথা ছিল।
কিন্তু ‘বাঘি টু’ থেকে বাদ পড়েন শ্রদ্ধা। টাইগারের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন তার কথিত প্রেমিকা দিশা পাটানি। আহমেদ খান পরিচালিত এ সিনেমাটিও প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা। ৩০ মার্চ সিনেমাটি মুক্তির কথা রয়েছে। নতুন খবর হলো- ‘বাঘি টু’ মুক্তির আগেই ‘বাঘি থ্রি’ নির্মাণের ঘোষণা দিলেন নির্মাতারা।
সোমবার সকালে প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা এক টুইট বার্তায় এ ঘোষণা দেন। তিনি লিখেন, ‘আমাদের উচ্ছ্বাস তিনগুণ বেড়ে গেছে! আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, বাঘি ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি নির্মিত হতে যাচ্ছে।’
তৃতীয় কিস্তিতেও টাইগার শ্রফ অভিনয় করবেন। আর এটিও পরিচালনা করবেন আহমেদ খান। তবে টাইগারের বিপরীতে কী শ্রদ্ধা নাকি পাটানি অভিনয় করবেন সে বিষয়ে কিছু জানাননি নাদিয়াদওয়ালা।