
বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহীমকে সম্মাননা দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) অ্যালামনাই অ্যাসোসিয়েশন। শুক্রবার তৃতীয় অ্যালামনাই দিবসে বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র মুশফিককে গুণীজন সম্মাননা দেয়া হয়।
দুপুরে সেলিম আল দীন মুক্তমঞ্চে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের হাত থেকে মুশফিকুর রহীমের পক্ষে সম্মাননা গ্রহণ করেন তার বন্ধু আব্দুল্লাহিল মামুন নিলয়।
মামুন নিলয় বলেন, মুশফিকের সিরিজ চলাকালীন ব্যস্ততার কারণে সে থাকতে পারেনি। তার হয়ে আমাকে সম্মাননা গ্রহণ করতে হয়েছে।
তিনি বলেন, মুশফিককে সম্মাননা দিতে পেরে আমাদের বিশ্ববিদ্যালয় পরিবার গর্বিত। বিশ্ববিদ্যালয় পরিবার মুশফিকের উপস্থিতি বিশ্ববিদ্যালয়ে আরও অনেক বেশি প্রত্যাশা করে।
সম্মাননা দেয়ায় কৃতজ্ঞতা জানিয়ে মুশফিক আমরাই জাহাঙ্গীরনগর নামে বিশ্ববিদ্যালয়ের একটি গ্রুপে লিখেছেন, আমি সত্যিই গর্বিত এবং সম্মানিত বোধ করছি। দুঃখিত যে, আমি নিজে থাকতে পারিনি।
মুশফিকুর রহীম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে ৩৬ ব্যাচের ছাত্র ছিলেন। বর্তমানে খেলার পাশাপাশি মুশফিক বিভাগটিতে এমফিল পর্যায়ের শিক্ষার্থী হিসেবে অধ্যয়নরত রয়েছেন।