
জাতিসংঘের মহাসচিবের দপ্তর বাংলাদেশে এমন একটি পরিবেশ আশা করছে- যেখানে সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে।
গতকাল নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডোজাররিক এসব কথা জানান।
মহাসচিবের মুখপাত্র বলেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার ব্যাপারে আশাবাদী মহাসচিব। ঐকমত্যের ভিত্তিতেই সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন হবে বলে এটাই আশা প্রকাশ করছেন তিনি।
নিয়মিত ব্রিফিংয়ে প্রশ্নোত্তর পর্বে সাংবাদিকরা বিএনপি খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে জাতিসংঘের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেয়া হবে কীনা এবং তাকে মুক্তি দেয়া না হলে জাতিসংঘের প্রতিক্রিয়া জানতে চান।
এর জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডোজাররিক বলেন, ‘ এব্যাপারে আমরা আমাদের উদ্বেগ প্রকাশ করেছি এবং আমরা আশা করবো যে … বিশ্বের যেকোনো দেশের মতোই … এটি আমাদের প্রধান অবস্থান। ’
সংবাদ সম্মেলনে বাংলাদেশের রোহিঙ্গা সঙ্কট নিয়েও কথা বলেন জাতিসংঘ মহাসচিবের এই মুখপাত্র।