
‘শান্তিপূর্ণ আন্দোলন করতে চায় জোট। আর তাতে যেন আইনশৃঙ্খলা বাহিনী সহযোগিতা করে। আমরা নির্বাচনমুখী দল, তাই নির্বাচনে অংশ নিতে চাই। তবে খালেদা জিয়াকে ছাড়া আমরা কোনো ভোটে অংশ নেব না।’ বলে ঘোষণা দিয়েছেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) সৈয়দ মুহাম্মদ ইবরাহীম (বীর প্রতীক)।
বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোট নেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে কল্যাণ পার্টি আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন তিনি। এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন (বীর বিক্রম) বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই মিথ্যা ও সাজানো মামলায় সাজা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে ।
প্রতিপক্ষ খালেদা জিয়ার জনপ্রিয়তাকে ভয় পায় বলেই বর্তমান সরকার তাকে কারাগারে পাঠিয়েছে, উল্লেখ করেন হাফিজ উদ্দিন। তিনি বলেন, ‘দুই কোটি টাকার আত্মসাতের যে অভিযোগ করা হয়েছে, তা তো এখন ছয় কোটি টাকা হয়েছে। তাহলে টাকা আত্মসাৎ হলো কোথায় থেকে? মূলত খালেদা জিয়াকে প্রতিহিংসাপরায়ণ হয়ে তাকে মিথ্যা মামলায় কারাগারে পাঠিয়েছে।’
হাফিজ উদ্দিন বলেন, জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থ আত্মসাতের মামলা একটা অজুহাত। মূলত খালেদা জিয়ার জনপ্রিয়তাই হচ্ছে বর্তমান সরকারের প্রধান সমস্যা। কারণ খালেদা জিয়া বারবার দেশের যেকোনো জায়গায় পাঁচটি আসনে নির্বাচন বিজয়ী হয়েছেন। তিনি কখনো পরাজিত হননি। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী সেটা পারেননি।
মেজর হাফিজ আরো বলেন, ‘বিএনপি শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাস করে। আমরা কখনো জ্বালাও-পোড়াও ভাংচুর করিনি। সরকারি দল নাশকতা করে বিএনপির ওপর মিথ্যা মামলা দেয়। বিএনপি ক্ষমতায় থাকার সময়ও আওয়ামী লীগ কীভাবে নৈরাজ্য করেছে, তা দেশের মানুষ ভালো করেই জানে।’
বর্তমান সরকার আবারো একতরফা নির্বাচন করতে চায় অভিযোগ করে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, ‘কিন্তু আগামী নির্বাচন ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো হবে না। দেশের মানুষ বাঁধভাঙা উল্লাসে ধানের শীষে ভোট দিয়ে খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বানাবে।’
জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক আহমদ খান, ২০ দলীয় জোটের শরিক লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ন্যাপ-ভাসানীর মহাসচিব গোলাম মোস্তফা। কল্যাণ পার্টির ভাইস চেয়ারম্যান শাহিদুর রহমান তামান্না, সাংগঠনিক সম্পাদক সোহেল মোল্লা, যুব কল্যাণ পার্টি ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম কিরন প্রমুখ।