
স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে গাইবান্ধায় মিছিল ও সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। আজ ১৪ ফেব্রুয়ারী বুধবার সকাল ১১টার দিকে গাইবান্ধা সরকারি কলেজ ক্যাম্পাসে সংগঠনের নেতাকর্মীরা একটি মিছিল বের করে। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গাইবান্ধা সরকারি কলেজ শাখার আয়োজনে মিছিলটি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে বাংলা বিভাগের সামনে এক সমাবেশে মিলিত হয়। এতে ছাত্রফ্রন্ট’র জেলা সভাপতি শামিম আরা মিনার সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের কলেজ শাখার সভাপতি মাহাবুব আলম মিলন, জুয়েল মিয়া, নাজমুন্নাহারসহ আরও অনেকে।
এসময় সমাবেশে বক্তারা বলেন, ১৪ ফেব্র“য়ারীর চেতনা ভুলিয়ে দিতে পশ্চিমা সংস্কৃতি থেকে আমদানি করা হয়েছে ‘ভ্যালেন্টাইন ডে’। একটি মহল স্বৈরাচার বিরোধী আন্দোলনে জাফর, জয়নাল, কাঞ্চন, দিপালী সাহাদের আত্মত্যাগ ভুলিয়ে দিয়ে ১৪ ফেব্র“য়ারীকে প্রেম প্রণয়ের দিন হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে। কিন্তু ছাত্রসমাজের তেজেদীপ্ত, আত্মত্যাগের এই অত্যুজ্জল ইতিহাস কোন ব্যবসায়িক প্রচারণার চোরাবালিতে হারিয়ে যেতে দেয়া যাবে না।
উল্লেখ্য, ১৯৮৩ সালের ১৪ ফেব্রুয়ারি ‘মজিদ খানের শিক্ষানীতি’ ছাত্রসমাজ প্রত্যাখ্যান করে ১৪ ফেব্রুয়ারি ডাক দেয় ছাত্র জমায়েতের। সেদিন মিছিল নিয়ে শিক্ষার্থীরা হাইকোর্ট এলাকায় পৌঁছালে পুলিশ ব্যারিকেড দেয়। এক সময় আকস্মিকভাবে রায়ট কার ঢুকিয়ে গরম পানি ছিটানো শুরু করে পুলিশ। এরপর লাঠিচার্জ ও নির্বিচারে গুলি। মিছিলে প্রথম গুলিবিদ্ধ হন জয়নাল। এরপর একে একে জাফর, কাঞ্চন, দীপালী সাহাসহ নাম না জানা আরও অনেকে সেদিন শহীদ হন।সেই থেকে এ দিনটিকে স্বৈরাচার প্রতিরোধ দিবস হিসেবে পালন করে আসছে দেশের ছাত্রসমাজ।