
প্রথমবারের মতো সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতে নির্মাণ হতে যাচ্ছে কোনও হিন্দু মন্দির।
রবিবার সকালে দুবাইয়ের অপেরা হাউস থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মন্দিরের শিলান্যাস করেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মন্দিরটি তৈরি করবে শতাব্দী প্রাচীন হিন্দু প্রতিষ্ঠান বোচাসন্ন্যাসী শ্রী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা। ২০২০ সালের মধ্যে এটি তৈরি হয়ে যাবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৩০ লক্ষ ভারতীয় বা ভারতীয় বংশোদ্ভূত রয়েছেন, যা সেখানকার জনসংখ্যার ৩০ শতাংশেরও বেশি। এদের একটা বড় অংশ হিন্দু ধর্মাবলম্বী।