1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
হ্যাঁ ভোটের প্রচারণায় প্রজাতন্ত্রের কর্মচারীদের বাধা নেই : আলী রীয়াজ পলাশবাড়ীতে ইউনিয়ন যুবদলের কর্মী সমাবেশ ও নির্বাচনী আলোচনা সভা পলাশবাড়ীতে আমীরে জামায়াতের জনসভা সফল করতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় গাইবান্ধায় কালোবাজারে বিক্রির সময় ২০ বস্তা সার জব্দ পলাশবাড়ীতে শৈত্যপ্রবাহে হলদে বিবর্ণ বোরো বীজতলা নিয়ে মহাদুশ্চিন্তায় ভূক্তভোগী কৃষক ফুটপাতেই ডাক্তারের উপহার প্রশ্নবিদ্ধ স্বাস্থ্যখাতের নৈতিকতা ! নারীই সমাজ গঠনের মূল চালিকা শক্তি: এটিএম আজহারুল ইসলাম ঠাকুরগাঁও-৩ সংসদীয় আসন; সব ক্ষেত্রে উপেক্ষিত নৃগোষ্ঠী, উন্নয়নের নামে এক দীর্ঘ প্রতীক্ষা গোবিন্দগঞ্জে বেগম জিয়ার আত্মার শান্তিতে সনাতনী সম্প্রদায়ের বিশেষ প্রার্থনা তারাগঞ্জে এবি পার্টির নেতা ইউনুস গ্রেপ্তার

যৌন কেলেঙ্কারিতে ব্রিটেনে বরখাস্ত কর্মকর্তা চাকরি পান বাংলাদেশে

  • আপডেট হয়েছে : রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৩৮ বার পড়া হয়েছে

ব্রিটেনের সবচেয়ে বড় দাতব্য সংস্থাগুলোর অন্যতম অক্সফামের কান্ট্রি ডিরেক্টর হিসেবে ভূমিকম্পবিধ্বস্ত হাইতিতে দায়িত্ব পালনকালে যৌনতার জন্য পতিতা ভাড়া করে চাকরি হারানো একজন পরে বাংলাদেশে চাকরি করে গেছেন অন্য একটি দাতব্য সংস্থার শীর্ষ কর্তা হিসেবে।

হাইতিতে অক্সফামের ভাড়া করে দেওয়া ভবনে পতিতা নেওয়ার কথা স্বীকার করার পর সংস্থাটির কান্ট্রি ডিরেক্টরের পদ ছাড়তে বাধ্য হয়েছিলেন রোনাল্ড ভন হওয়ারমেরিন (৬৮)। এই ব্যক্তিই পরে ২০১২-১৪ মেয়াদে অ্যাকশন এগেইনস্ট হাঙ্গারের বাংলাদেশ মিশনের প্রধান ছিলেন বলে ব্রিটিশ দৈনিক টাইমস জানিয়েছে।

ফরাসি দাতব্য সংস্থাটি বলছে, ভন হওয়ারমেরিনকে নিয়োগ দেওয়ার আগে তারা তার সম্পর্কে খোঁজ-খবর নিয়েছিলেন। কিন্তু অক্সফাম তার অনৈতিক কর্মকাণ্ড, অভ্যন্তরীণ তদন্তের ফলশ্রুতিতে তার পদত্যাগের কারণ সম্পর্কে আমাদের সতর্ক করেনি।

উপরন্তু তার সঙ্গে কাজ করা অক্সফাম কর্মীদের, যাদের মধ্যে মানবসম্পদ বিভাগের একজন ছিলেন, কাছ থেকে তার সম্পর্কে আমরা ইতিবাচক বার্তা পেয়েছিলাম, বলেছেন সংস্থার একজন মুখপাত্র।

অক্সফাম হাইতিতে তাদের কর্মীদের ওই কেলেঙ্কারি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে বলে টাইমসের অনুসন্ধানে উঠে এসেছে।

কর্মীদের বিরুদ্ধে পতিতাদের সঙ্গে যৌনতা, পর্নোগ্রাফি ডাউনলোড, নিপীড়ন ও ভয় দেখিয়ে ইচ্ছেমতো কাজ করতে বাধ্য করার অভিযোগের অভ্যন্তরীণ তদন্ত করে অক্সফাম। এরপর ভন হওয়ারমেরিনসহ সাতজন সংস্থাটির চাকরি হারান। ২০১০ সালে হাইতিতে ভয়াবহ ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্তদের সহায়তায় গিয়ে ত্রাণকর্মীরা যৌনতার জন্য পতিতা ভাড়া করেছিলেন বলে খবর প্রকাশ হওয়ার পর শুক্রবার অক্সফাম দেশটিতে তাদের সাবেক কয়েকজন কর্মীর আচরণের নিন্দা জানিয়েছে।

এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, ২০১১ সালে হাইতিতে অক্সফাম কর্মীদের কয়েকজনের যে আচরণ প্রকাশ পেয়েছিল তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য, আমাদের মূল্যবোধ ও কর্মীদের থেকে আমরা যে মান প্রত্যাশা করি তার সঙ্গে সাংঘর্ষিক।

ত্রাণকর্মীদের পতিতা ভাড়া করার বিষয়ে জানতে চাইলে টাইমসকে অক্সফাম বলেছে, ওই অভিযোগ জানার সঙ্গে সঙ্গেই আমরা অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছিলাম।

তদন্তের পর চারজন কর্মীকে বরখাস্ত করা হয়েছিল এবং তিনজন তদন্ত শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছিলেন বলে জানিয়েছে তারা।

এই খবর প্রকাশের পর যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিভাগ অক্সফামকে অর্থায়নের বিষয়টি পুনর্বিবেচনা করছে বলে বিবিসি জানিয়েছে। গত বছর সংস্থাটিকে প্রায় তিন কোটি ২০ লাখ পাউন্ড দেয় যুক্তরাজ্য সরকারের এই বিভাগ।

সূত্রের বরাত দিয়ে টাইমসের প্রতিবেদনে বলা হয়, অক্সফাম কর্মীরা হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্সের নিকটবর্তী ডেলমাসে তাদের গেস্ট হাউসে সেক্স পার্টির জন্য কম বয়সী পতিতাদের দাওয়াত দেয়, যেখানে কয়েকজন যৌনকর্মী অক্সফামের টি-শার্ট পরে ছিলেন।

২০১০ সালের ওই ভূমিকম্পে হাইতিতে দুই লাখ ২০ হাজার মানুষের মৃত্যু হয়, গৃহহীন হয়ে পড়েন কয়েক লাখ মানুষ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft