ডেস্ক: যুক্তরাষ্ট্রে এক কৃষ্ণাঙ্গের গুলিতে তিন শ্বেতাঙ্গ নিহত হয়েছেন। হামলায় আরো এক শ্বেতাঙ্গ আহত হয়েছেন। মঙ্গলবার রাতে ক্যালিফোর্নিয়ার ফ্রেসকোতে এই হামলা হয়। হামলাকারী ৯০ সেকেন্ডে ১৬ রাউন্ড গুলি করেছেন বলে পুলিশ দাবি করেছে।
হামলাকারীর নাম কোরি আল মোহাম্মদ বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি আফ্রিকান আমেরিকান। গত সপ্তাহ থেকে একটি খুনের মামলায় পুলিশ তাকে খুঁজছিল বলে জানা গেছে।
হামলার সময় তিনি আল্লাহু আকবর ধ্বনি দিয়েছিলেন বলে খবরে প্রকাশ। তিনি শ্বেতাঙ্গদের হত্যার জন্যই বাড়ি থেকে বের হয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। তিনি নিজেকে কৃষ্ণাঙ্গ সৈনিক দাবি করতেন। বলতেন, যুক্তরাষ্ট্রে সাদা-কালো যুদ্ধ শুরু হয়ে গেছে।
স্থানীয় সময় ১০.৪৫-এর দিকে ক্যাথলিক চ্যারাটিজ নামের একটি প্রতিষ্ঠানের সামনে থেকে হামলা শুরু হয়। তিনি সামনে যাকেই পাচ্ছিলেন, তার দিকেই গুলি করছিলেন। পরে তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।