
বঙ্গবন্ধুর আর্দশের পরীক্ষিত সৈনিক বাংলাদেশ জাতীয় সংসদের ২৯,গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপ-নির্বাচনে এ আসনের প্রয়াত এমপি সুন্দরগঞ্জ আসনের গণমানুষের নেতা মন্জুরুল ইসলাম লিটনের বড় বোন আফরোজা বারী বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।
গতকাল ৯ ফেব্রয়ারী শুক্রবার রাতে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় উপ-নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে প্রয়াত সংসদ সদস্য মন্জুরুল ইসলাম লিটনের বড় বোন আফরোজা বারী কে এ মনোনয়ন দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংসদীয় বোর্ডের এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও দলের সংসদীয় বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠক শেষে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আব্দুর সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিকে সুন্দরগঞ্জ আসনে প্রয়াত মন্জুরুল ইসলাম লিটন এরপর প্রয়াত গোলাম মোস্তফার পরে শীর্ষস্থানীয় গ্রহনযোগ্য ব্যক্তি দলীয় নেতাকর্মীদের আস্থার প্রতিক ও প্রয়াত মন্জুরুল ইসলাম লিটনের বড় আফরোজা বারী। আওয়ামীলীগের মনোনয়ন পাওয়া সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যে কোন মুল্যে আগমীতে এ আসনে আফরোজা বারীর বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ ১৪ দলসহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা। দলীয় নেতাকর্মীরা সঠিক সময়ে উপযোগী সঠিক সিদ্ধান্ত নেওয়ায় দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনান নিকট কৃতজ্ঞা প্রকাশ করে আবারো তাকে এ আসনটি উপহার দিতে চায়।
উল্লেখ্য, গত ২০১৬ সালে ৩১ ডিসেম্বর জাতীয় পার্টির সাবেক এমপির পরিকল্পনায় খুন হন প্রয়াত এমপি মন্জুরুল ইসলাম লিটন। এরপর প্রথম উপ নির্বাচনে ১৭ তে উপজেলা আওয়ামীলীগের সফল সাধারণ সম্পাদক গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদ জয়ী হয়। ঢাকা যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় গুরুত্বর আহত হয়ে সিএইচএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গোলাম মোস্তফা আহম্মেদ এমপি র মৃত্যুতে আসনটি শুন্য হয়। এ আসনটিতে আগামী ১৩ মার্চ উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ আওয়ামীলীগ আয়োজিত ওই সভায় ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হক’র মৃত্যুতে ওই ফাঁকা আসনে ফরহাদ হোসেন সংগ্রামকে আগামী ১৩ মার্চের উপ-নির্বাচনে দলের প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়।