
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে নব নির্মিত শহীদ মিনার উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে উক্ত শহীদ মিনারের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এম.পি। এ সময় সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার ঘোষ উপজেলা প্রকৌশলী ছাবিউল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ সরকার বাবু,
বোনারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্ণিং বডির সভাপতি নাছিরুল আলম স্বপন, অধ্যক্ষ হুমায়ুন কবির, রেল শ্রমিক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হায়দার আলী, উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক শাহ মোখলেছুর রহমান, অধ্যক্ষ আফজাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আকন্দ, সাধারণ সম্পাদক নির্ণাদ রায় অর্জুন প্রমুখ। উদ্বোধন শেষে মোনাজাত করা হয়।