
১৯৯১ সালে মুক্তি পাওয়া ‘মিস লংকা’ সিনেমার জনপ্রিয় একটা গান ‘চুরি করেছো আমার মনটা’। সেই গানের নতুন সংস্করণ শোনা যাবে শিগগিরই। তবে বদলে গেছে কথা, বদলে গেছে সংগীতায়োজন।গানটি ব্যবহৃত হয়েছে অনন্য মামুনের নতুন সিনেমা ‘বন্ধন’-এ। কিছুদিন আগে প্রকাশিত টিজারে এক লাইন শোনা গেলেও পুরো গানটি আসছে শিগগিরই।
নির্মাতা জানান, ভালোবাসা দিবসকে সামনে রেখে ১২ ফেব্রুয়ারি অনলাইনে প্রকাশ হবে ‘চুরি করেছো আমার মনটা’।
‘বন্ধন’-এ তিনটি জুটিকে দেখা যাবে। তারা হলেন শিপন মিত্র-এমিয়া এমি, সাঞ্জু জন-স্পর্শিয়া ও তানভীর-মৌমিতা।
লাইভ টেকনোলোজির ব্যানারে নির্মিত হয়েছে সিনেমাটি। রোমাঞ্চ, বন্ধুত্ব আর তারুণ্যে উদ্দীপ্ত গল্পে সাজানো পাঁচ বন্ধুকে কেন্দ্র করে বন্ধন সিনেমার কাহিনী এগিয়েছে।
সিনেমায় চমক হিসেবে থাকছেন খলনায়ক মিশা সওদাগর। আরও অভিনয় করেছেন কাজী উজ্জল, হারুন রশিদ, ইভান সাইর প্রমুখ।