
গাইবান্ধা জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে আজ বৃহস্পতিবার এক যৌথ কর্মী অনুষ্ঠিত হয়।
বিএনপি নেত্রী খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে গাইবান্ধায় বিশৃঙ্খলা জনগণের দুর্ভোগ এড়াতে প্রয়োজনীয় সহায়তা প্রদানের লক্ষ্যেই এই যৌথ সভার আয়োজন করা হয়। এতে আওয়ামী লীগ ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সৈয়দ শামস-উল-আলম হিরুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন- জেলা আ.লীগের সহ-সভাপতি ফরহাদ আব্দুল্যাহ হারুন বাবলু, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মন্ডল, মাহবুব আলম কোর্ট, সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, দপ্তর সম্পাদক সাইফুল আলম সাকা।
আরও বক্তভ্য রাখেন- শহর আ.লীগের সভাপতি অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলনসহ অ্যাড. সুলতান আলী মন্ডল, অ্যাড. আবু আলা মো. রিপু, আনোয়ার হোসেন চৌধুরী, অ্যাড. আহসানুল করিম লাছু, শফিকুল ইসলাম প্রমুখ।